Brahmastra New Poster: রণবীর-আলিয়ার বিয়ের আবহে প্রকাশ্যে 'ব্রহ্মাস্ত্র'র নতুন পোস্টার, চমক পরিচালকের
পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবিতে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে রণবীর কপূর ও আলিয়া ভট্টকে। আজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ব্রহ্মাস্ত্র' ছবির নতুন পোস্টার শেয়ার করলেন পরিচালক।
মুম্বই: বলিউড তারকা রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) বিয়ের সানাই বাজল বলে। হাতে গোনা কয়েকটা দিন পরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুই তারকা। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর রণবীর-আলিয়ার বিয়ের আবহেই প্রকাশ্যে এল তাঁদের ছবি 'ব্রহ্মাস্ত্র'র (Brahmastra) নতুন পোস্টার। সোশ্যাল মিডিয়ায় ছবির নতুন পোস্টার শেয়ার করে চমক দিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji)।
বি টাউনে এখন খবর একটাই। বিয়ে করতে চলেছেন জনপ্রিয় জুটি রণবীর কপূর ও আলিয়া ভট্ট। জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি। আলিয়া ভট্টের কাকা রবীন ভট্ট গতকালই জানিয়েছেন যে, আগামী ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রণবীর-আলিয়া। দুই তারকার বিয়ের প্রস্তুতির মধ্যেই প্রকাশ্যে এল 'ব্রহ্মাস্ত্র' ছবির নতুন পোস্টার। রিয়েল লাইফে আলিয়া-রণবীর দম্পতি হতে চলেছেন শীঘ্রই। কিন্তু রিল লাইফে জুটি হিসেবে তাঁদের এখনও পর্যন্ত দেখা যায়নি। পর্দায় তাঁরা জুটি বাঁধছেন 'ব্রহ্মাস্ত্র' ছবি দিয়ে। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবিতে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে তাঁদের। আজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ব্রহ্মাস্ত্র' ছবির নতুন পোস্টার শেয়ার করলেন পরিচালক।
'ব্রহ্মাস্ত্র'র নতুন পোস্টার-
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'ব্রহ্মাস্ত্র' ছবির মিউজিক্যাল পোস্টার শেয়ার করেছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। পোস্টার শেয়ার করে তিনি বার্তা দিয়েছেন যে, ভালোবাসাই জীবনের আলো। আর ভালোবাসাই যেকোনও অস্ত্রের থেকে বড় অস্ত্র। 'ব্রহ্মাস্ত্র' ছবিতে রণবীর কপূরের অভিনীত চরিত্রের নাম শিবা, এবং আলিয়া ভট্টের অভিনীত চরিত্রের নাম ইশা। আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
আরও পড়ুন - Kishmish Promotion: পোশাকে রংমিলন্তি, রবিবার সকালে মেট্রোয় 'কিশমিশ'-এর প্রচারে দেব-রুক্মিণী
অন্যদিকে, আলিয়া ভট্টের সঙ্গে রণবীর কপূরের বিয়ের প্রসঙ্গে মুখ খুলতে নারাজ মুকেশ ভট্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন যে, রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে তিনি এখনই কিছু জানাতে পারবেন না। তবে, ওঁদের বিয়ে মিটলেই তিনি বিস্তারিত তথ্য দেবেন। মুকেশ ভট্ট বলেন, 'আমি এই মুহূর্তে কোনও তথ্য দেওয়ার জায়গায় নেই। আমার বৌদি (সোনি রাজদান) আমাকে এই মুহূর্তে এই প্রসঙ্গে কোনও কথা জানাতে বারণ করেছেন। বিয়ে মিটে যাক। আমি বিস্তারিতভাবে সমস্ত বিষয়টা জানাব। কীভাবে বিয়ে হল, বিয়েতে কী কী হল, সব জানাব।' মুকেশ ভট্টের কথা শুনে বোঝা যাচ্ছে, বিস্তারিত না জানালেও, আকারে ইঙ্গিতে রণবীর - আলিয়ার বিয়ের কথা স্বীকার করে নিলেন তিনি।