Bengali TV Show: 'রাঁধুনি'-তে সঞ্চালকের মুখবদল, রান্নাঘরের দায়িত্ব নিচ্ছেন এই দুই জনপ্রিয় অভিনেত্রী!
Tollywood News: 'রাঁধুনি' সঞ্চালনা করতেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। এর আগে, দীর্ঘদিন ধরে এই শো পরিচালনা করে এসেছেন শ্রীতমা ভট্টাচার্য

কলকাতা: 'আকাশ আট'-এর জনপ্রিয় শো 'রাঁধুনি'-তে সঞ্চালক বদল। দীর্ঘদিন ধরেই ছোটপর্দায় চলে আসছে এই শো। একদিকে যেমন এই শো হদিশ দিয়েছে বিভিন্ন রকমের রান্নার, পাশাপাশি তুলে এনেছে বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন রান্না আর সেই রান্নার গল্পকে। আর এবার, নতুন ২ জনপ্রিয় অভিনেত্রীকে এই শো-এর সঞ্চালনা করতে দেখা যাবে। সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee) আর বুলবুলি পাঁজা (Bulbuli Panja)-কে এই শো-এ সঞ্চালনা করতে দেখা যাবে এবার।
এর আগে, 'রাঁধুনি' সঞ্চালনা করতেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। এর আগে, দীর্ঘদিন ধরে এই শো পরিচালনা করে এসেছেন শ্রীতমা ভট্টাচার্য। তবে এবার, নতুন দুই সঞ্চালককে দেখা যাবে এই ভূমিকায়। অনুরাগীরাও যথেষ্ট আগ্রহী নতুন ২ অভিনেত্রীকে এই শো-তে দেখতে। সুদীপ্তা ও বুলবুলি, ২ জনেই ছোটপর্দার ভীষণ পরিচিত মুখ। তবে এবার একেবারে নতুন ভূমিকায় দেখা যাবে তাঁদের।
এই শো-এর নতুন সঞ্চালকের দায়িত্ব নিয়ে সুদীপ্তা বলছেন, 'রাঁধুনি সঞ্চালনা করার সুযোগ পেয়ে দারুণ লাগছে। এই শো-টা গোটা বাংলায় ছড়িয়ে পড়েছে। কারণ এই শো-তে শুরু রান্না দেখানো হয় না, বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হয়। এর আগে, অনেক শোয়ের সঞ্চালনা করেছি আমি। তবে রাঁধুনি-তে একটা আবেগ, উষ্ণতা রয়েছে, পাশাপাশি রয়েছে ঘরের রান্নার টান। আমি রান্না ভীষণ ভালবাসি। রোজকার রান্না তো বটেই, তবে আমার মনে হয়, রান্না একটা শিল্প। আমি অপেক্ষা করছি তবে নতুন এপিসোডগুলি সম্প্রচারিত হবে আর আমি সরাসরি দর্শকদের মধ্যে রান্নার রেসিপি থেকে শুরু করে বিভিন্ন সংস্কৃতির কথা ছড়িয়ে দিতে পারব।'

এই শো সঞ্চালনার সুযোগ পেয়ে বুলবুলি বলছেন, 'অনেক বছর ধরে বিভিন্ন কুকিং শো সঞ্চালনা করছি। তবে তার মধ্যে রাঁধুনি একটু বিশেষ। আমি নিজে ভীষণ খেতে ভালবাসি, আর মনে করি, রান্না একটা শিল্প। এতে মানুষের অনেক প্রতিভা প্রকাশ পায়। রান্না সংস্কৃতিকে তুলে ধরে, ২ টো মানুষের মধ্যে সম্পর্ক ও তৈরি করতে পারে। রাঁধুনির অংশ হয়ে আমি আমার রান্নার প্রতি ভালবাসাকে যেমন তুলে ধরতে পারব, তেমনই বাংলার সংস্কৃতিকে ছড়িয়ে দিতে পারব দর্শকদের মধ্যে।'

প্রসঙ্গত, ২০০৮ সালে প্রথম শুরু হয় রাঁধুনি। ইতিমধ্যেই ৫০০ এপিসোড পার করে ফেলেছে এই শো। সোম থেকে রবি, দুপুর ১.৩০র সময় এই শো সম্প্রচারিত হয়।




















