![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Aaliya Siddiqui: বিগ বসে যোগ দিতে উৎসাহ দিয়েছিল নওয়াজুদ্দিনই, জানাচ্ছেন স্ত্রী আলিয়া
Nawazuddin Siddiqui: প্রসঙ্গত, নওয়াজুদ্দিনের সঙ্গে আইনি বিচ্ছেদের মামলা শেষ না হওয়ার আগেই নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন উঠেছিল আলিয়াকে ঘিরে।
![Aaliya Siddiqui: বিগ বসে যোগ দিতে উৎসাহ দিয়েছিল নওয়াজুদ্দিনই, জানাচ্ছেন স্ত্রী আলিয়া Aaliya Siddiqui Says Nawazuddin Siddiqui Was Supportive Of Her Decision To Be Part Of Bigg Boss OTT 2 , know in details Aaliya Siddiqui: বিগ বসে যোগ দিতে উৎসাহ দিয়েছিল নওয়াজুদ্দিনই, জানাচ্ছেন স্ত্রী আলিয়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/19/cbface692436a97826b2fac2cca3b05d168718454100349_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সদ্যই তিনি শিরোনামে উঠে এসেছিলেন ব্যক্তিগত সম্পর্কের কারণে। আর এবার, বিগ বসের নতুন সিজনের প্রতিযোগী হিসেবে দেখা যাবে অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)-র স্ত্রী আলিয়া সিদ্দিকি (Alia Siddiqui)-কে। সম্প্রতি নিজের বিগ বসে আসা ও এই নিয়ে নওয়াজের সঙ্গে কথাবার্তা প্রকাশ্যে এনেছেন নওয়াজ-পত্নী।
সদ্য আলিয়া জানিয়েছেন, তাঁকে বিগ বসে অংশ নেওয়ার জন্য উৎসাহ দিয়েছিলেন নওয়াজুদ্দিনই। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, 'আমার বিগ বসে অংশগ্রহণ করার ব্যাপারে ভীষণভাবে সাহায্য করেছে, উৎসাহও দিয়েছে। ও সিদ্ধান্ত নিয়েছে, আমি না থাকাকালীন ও দুই ছেলে-মেয়েকে ৪৫ দিনের জন্য একটা ছুটিতে ঘুরতে নিয়ে যাবে। যাতে আমি না থাকাকালীন আমার সন্তানদের কোনওরকম কষ্ট না হয়, সেজন্য সব ব্যবস্থা করবে ও। চিরকালই নওয়াজ আমার যে কোনও ব্যাপারে ভীষণ সমর্থন করে এসেছে। আমার বিগ বসে অংশগ্রহণ করার ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি।'
এখানেই শেষ করেননি আলিয়া, তিনি আরও বলেন, 'আমি সবসময়েই পরিচিত হয়ে এসেছি একজন তারকার পত্নী হিসেবে। সন্তান হয়েছে। কিন্তু ব্যক্তিগত জীবনে তোলপাড় হওয়ার পরে আলিয়া কেমন রয়েছেন সেটা বিগ বসে জানতে পারবেন মানুষ। পরিচিত হতে পারবেন আমার ব্যক্তিসত্তার সঙ্গেও। আমি জানি, ১৯ বছর আমার কেমন কেটেছে। তবে আমি ফিরে তাকাতে চাই না। ভগবানের আশীর্বাদে আমার দুই সন্তান রয়েছে। তাদের নিয়েই বাঁচতে চাই আমি।'
প্রসঙ্গত, নওয়াজুদ্দিনের সঙ্গে আইনি বিচ্ছেদের মামলা শেষ না হওয়ার আগেই নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন উঠেছিল আলিয়াকে ঘিরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক বন্ধুর সঙ্গে সেলফি পোস্ট করেছিলেন আলিয়া সিদ্দিকি। ক্যাপশনে লিখেছিলেন, 'যে সম্পর্ককে আমি সযত্নে রেখেছিলাম সেখান থেকে বেরিয়ে আসতে ১৯ বছর সময় লেগেছে। কিন্তু আমার জীবনে আমার সন্তানদেরই অগ্রাধিকার, সবসময় তাই ছিল এবং ভবিষ্যতেও তাই থাকবে।' এরইসঙ্গে তিনি আরও লেখেন, 'যদিও, কিছু সম্পর্ক থাকে যেগুলো এসবের থেকে বড় এবং যেগুলো বন্ধুত্বের ঊর্ধ্বে, এবং এই সম্পর্কটা তেমনই একটি সম্পর্ক এবং এটা নিয়ে আমি অত্যন্ত খুশিও তাই আপনাদের সকলের সঙ্গে আমার আনন্দ ভাগ করে নিচ্ছি। আমার কি ভাল থাকার অধিকার নেই?'
তাঁদের দুই সন্তান। ১২ বছরের মেয়ে শোরা ও ৭ বছরের ছেলে ইয়ানি। নওয়াজের বিরুদ্ধে সন্তানদের পরিত্যাগ করার অভিযোগও আনেন আলিয়া। অন্যদিকে নওয়াজ দাবি করেন, তাঁকে না জানিয়েই দুবাই থেকে ছেলেমেয়েকে ভারতে নিয়ে আসেন আলিয়া। যার ফলে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে বলেও জানান অভিনেতা।
আপাতত তাঁরা উভয়েই সমঝোতায় পৌঁছেছেন। নওয়াজের বিরুদ্ধে করা একাধিক পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়েও নিয়েছেন আলিয়া। বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তাঁদের, এখন বাকিটা সময়ের অপেক্ষা, এমনটাই তাঁরা জানিয়েছিলেন।
আরও পড়ুন: Castor Oil: চুলের স্বাস্থ্যের জন্য ঠিক কতটা প্রয়োজন ক্যাস্টর অয়েল? কীভাবে চুলের খেয়াল রাখে এই তেল?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)