এক্সপ্লোর
ঈশা অম্বানির বিয়েতে খাবার পরিবেশন করতে দেখা গেল বিগ বি, আমির, শাহরুখদের
মুম্বই: অল্পদিন আগে হয়ে গিয়েছে দেশের সব থেকে ধনী ব্যক্তির একমাত্র কন্যার বিয়ে। মুম্বইতে ঈশা অম্বানির বিয়েতে যোগ দিলেন অসংখ্য শিল্পপতি, রাজনীতিক, ক্রীড়াবিদ ও অভিনেতা অভিনেত্রীরা। আর তখনকার কিছু ছবি আর ভিডিও দেখে সকলের চোখ কপালে। দেমাকে মাটিতে পা না পড়া বলিউডি তারকারা অক্লেশে খাবার পরিবেশন করছেন বিয়েতে অভ্যাগতদের।
পরিবেশনকারীদের তালিকায় কে নেই! অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বর্যা রাইয়ের মত কোটি কোটি টাকার বিনিময়ে ছবিতে সই করা তারকারা প্রকৃত কন্যাপক্ষের ভূমিকা পালন করে খাবার তুলে দিয়েছেন রুপোর প্লেটে প্লেটে। এমনকী আমির খান, যিনি নাকি সিনেমা সংক্রান্ত কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকেও দূরে থাকতে পছন্দ করেন, তিনিও হাসি মুখে পরিবেশন করেছেন খাবার।
দেখুন ভিডিওগুলি
১২ তারিখ মুম্বইতে বিয়ে করেছেন ঈশা অম্বানি ও আনন্দ পিরামল। অনুষ্ঠান হয় মুকেশের বাসভবন অ্যান্টিলাতে। এর আগে রাজস্থানের উদয়পুরে ২ দিন ধরে চলে সঙ্গীত অনুষ্ঠান। তাতে নাচগান করেন সলমন খান, আমির খান, সস্ত্রীক শাহরুখ খান, অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের মত শিল্পীরা। ছিলেন বিদেশি গায়িকা বিয়ন্সেও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement