এক্সপ্লোর
শাহরুখের ছোট ছেলেকে খেলনা উপহার আমিরের

মুম্বই: দুই খানে যতই পেশাদারি প্রতিদ্বন্দ্বিতা থাকুক, শিশুদের কি তার মধ্যে টানা চলে? শাহরুখের ছোট্ট ছেলে আবরামকে একগাদা খেলনা উপহার দিয়েছেন আমির খান। বুধবার রাতে শাহরুখের বাংলো মন্নত-এ এক ডিনার পার্টিতে যোগ দেন আমির। তখনই আবরামের হাতে তিনি তুলে দেন একরাশ খেলনা। আর আবরাম? সে ঘুমকে টা টা করে দারুণ ব্যস্ত হয়ে পড়ে সে সব নিয়ে। ট্যুইটারে এ নিয়ে আমিরকে ধন্যবাদও জানিয়েছেন শাহরুখ।
@aamir_khan thank u for the toys. AbRam is still awake and playing with them!!!!!
— Shah Rukh Khan (@iamsrk) May 18, 2016
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















