Laal Singh Chaddha Special Preview: 'লাল সিং চড্ডা'র বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন আমির খানের, হাজির নাগার্জুন-চিরঞ্জীবি-রাজামৌলি
Laal Singh Chaddha Special Screening: টম হ্যাঙ্কসের 'ফরেস্ট গাম্প' ছবির হিন্দি রিমেক 'লাল সিং চড্ডা'। এই ছবির পরিচালনায় অদ্বৈত চন্দন। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন একসঙ্গে আমির খান, কিরণ রাও।
নয়াদিল্লি: প্রেক্ষাগৃহে মুক্তির এখনও প্রায় এক মাস বাকি। তার আগেই হায়দরাবাদে 'লাল সিং চড্ডা' (Laal Singh Chaddha) ছবির একটি বিশেষ স্ক্রিনিংয়ের (Special Screening) আয়োজন করলেন আমির খান (Aamir Khan)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয়েছে সেরকমই।
হায়দরাবাদে 'লাল সিং চড্ডা'র বিশেষ স্ক্রিনিং
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে আমির খানকে তাঁর সহ-অভিনেতা নাগা চৈতন্যের (Naga Chaitanya) সঙ্গে বসে থাকতে দেখা গেছে। সেই বিশেষ স্ক্রিনিংয়ে হাজির ছিলেন নাগা চৈতন্যের বাবা নাগার্জুনও (Nagarjuna)। ছিলেন বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জীবি (Chiranjeevi)। এছাড়া 'বাহুবলী' ও 'আর আর আর' পরিচালক এস এস রাজামৌলি (SS Rajamouli) এবং 'পুষ্পা' পরিচালক সুকুমারও (Sukumar) এদিনের স্ক্রিনিংয়ে এসেছিলেন। একাধিক ফ্যান পেজে তাঁদের ছবি শেয়ার করা হয়।
Laal Singh Chaadha Special Premier Show Happened Recently!!!#NagaChaitanya #AamirKhan pic.twitter.com/NGpedS0is4
— 🤸🏻♂️ (@_Charan_Chay) July 14, 2022
প্রসঙ্গত, 'লাল সিং চড্ডা' ছবির হাত ধরেই বলিউডে পা রাখলেন নাগা চৈতন্য। ছবিতে তাঁকে আমির খানের বন্ধু বালার চরিত্রে দেখা যাবে। গত বছর সিনেমার সেট থেকে ছবি পোস্ট করেন তিনি।
View this post on Instagram
টম হ্যাঙ্কসের 'ফরেস্ট গাম্প' ছবির হিন্দি রিমেক 'লাল সিং চড্ডা'। এই ছবির পরিচালনায় অদ্বৈত চন্দন। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন একসঙ্গে আমির খান, কিরণ রাও ও ভায়াকম ১৮ মোশন পিকচার্স। এই ছবিতে আমির খানকে 'থ্রি ইডিয়টস'-এর পর ফের করিনা কপূর ও মোনা সিংহের সঙ্গে কাজ করতে দেখা যাবে।