Aamir Khan: বক্সঅফিসে সফল 'সিতারে জমিন পর' ইউটিউবে মুক্তির সিদ্ধান্ত নিলেন আমির খান! কীভাবে ব্যবসা হবে এতে?
Sitaare Zameen Par: আমির খানের নতুন সিনেমা এবার দেখা যাবে অনলাইনেই। নাহ, তার জন্য কোনও নতুন ওটিটি প্ল্যাটফর্মের সাবক্রিপশনের দরকার নেই

কলকাতা: নজির সৃষ্টি করলেন আমির খান (Aamir Khan)। এর আগেই তিনি জানিয়েছিলেন, তাঁর সবর্শেষ সিনেমা কোনও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে না। 'সিতারে জমিন পর' (Sitaare Zameen Par) বক্সঅফিসে উল্লেখযোগ্য ব্যবসা করেছিল। সাধারণ মানুুষ এই সিনেমাটি দেখার জন্য মুখিয়ে ছিলেন। তবে আমির যখন জানিয়েছেন, এই সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে না, কেবলমাত্র প্রেক্ষাগৃহেই দেখা যাবে, তখন যেন সিনেমাহলে দ্বিগুণ ভিড় হয়েছিল। কেউই মিস করতে চাননি এই সিনেমাটি। তাই অনেকেই এই সিনেমাটি দেখে ফেলেছেন টিকিট কেটেই। তবে এবার, বিশেষ একটি ঘোষণা করলেন আমির খান। কী সেই ঘোষণা?
আমির খানের নতুন সিনেমা এবার দেখা যাবে অনলাইনেই। নাহ, তার জন্য কোনও নতুন ওটিটি প্ল্যাটফর্মের সাবক্রিপশনের দরকার নেই। এই সিনেমা দেখা যাবে ইউটিউবেই। তবে এই সিনেমা দেখার জন্য খরচ করতে হবে, ১০০ টাকা। সেটা অবশ্য যে কোনও মাল্টিপ্লেক্সের টিকিটের দামের তুলনায় অনেকটাই কম। আমির খান বিশ্বাস করেন, বিনোদন সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। এদিন ANI -কে দেওয়া সাক্ষাৎকারে, আমি খান জানান, তিনি মনে করেন, নিজের একটা রোজগার না থাকলে, বলা ভাল একটু ভাল রোজগার না থাকলে, তার পক্ষে গিয়ে মাল্টিপ্লেক্সে টিকিট কেটে সিনেমা দেখা সম্ভব নয়। তবে বিনোদনকে যদি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হয়, তাহলে ইউটিউবের থেকে ভাল জায়গা আর নেই। তবে একেবারে বিনামূল্যে না হয়ে, এক একটা বিশেষ সিনেমার জন্য বরাদ্দ করা যেতে পারে টাকা। এর ফলে সিনেমার যেমন ব্যবসাও হবে, তেমনই মানুষ স্বল্পমূল্যে ছবিটি দেখতেও পারবেন।
আমির খানের, 'আমির খান টকিজ' নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেই চ্যানেলেই মুক্তি পাবে, 'সিতারে জমিন পর'। আগামী ১ অগাস্ট থেকে 'আমির খান টকিজ'-এ দেখা যাবে 'সিতারে জমিন পর'। তবে তার জন্য খরচ করতে হবে ১০০ টাকা। আমির খান মনে করেন, এখন বিভিন্ন দৈর্ঘ্যের ছবি মুক্তি পাচ্ছে। যদি পরিচালক, প্রযোজক নতুন হন, তাহলে তাঁরা স্বল্প মূল্য নির্ধারণ করে ইউটিউবে নিজেদের কাজ আপলোড করতে পারেন। ছবির দৈর্ঘ্য বড় হলে, বেশি মূল্য ও রাখা যেতে পারে। তবে আমির খানের কেবল এই একটি সিনেমা নয়, অভিনেতা জানিয়েছেন, 'লগান' থেকে শুরু করে, 'জানে তু ইয়া জানে না', 'দঙ্গল', 'তারে জমিন পর', 'দেলি বেলি', 'জানে তু ইয়া জানে না'-র মতো সিনেমাও মুক্তি পাবে এই চ্যানেলে। পাশাপাশি আমির খান অভিনীত ৭০-এর দশকের কিছু সিনেমাও মুক্তি পাবে এই চ্যানেলে। আগামী দিনেও নতুন সিনেমা আসবে এই চ্যানেলে। রয়েছে বেশ কিছু বিনামূল্যে দেখার মতো ভিডিও ও।






















