Aamir Khan: 'আপনিও 'পাঠান'-এর মত ছবি বানান...', অনুরাগীদের প্রশ্নে কী জবাব দিলেন আমির ?
Aamir Khan Response: ইনস্টাগ্রামে 'লাপাতা লেডিজ' ছবির প্রচারের জন্য লাইভ সেশন চলাকালীন এক অনুরাগী আমিরকে প্রশ্ন করে বসেন, 'স্যার আপনার উচিত পাঠান-এর মত ছবি তৈরি করা'। উত্তরে কী বলেন আমির ?
নয়াদিল্লি: সম্প্রতি 'লাপাতা লেডিজ' ছবির প্রোমোশনের জন্য হাজির হয়েছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের পরিচালনায় মুক্তি পেয়েছে এই ছবিটি আর তাঁর প্রচারপর্ব নিয়েই তুমুল ব্যস্ত আমির খান (Aamir Khan)। ১ মার্চ মুক্তি পেয়েছে এই ছবি। ইতিমধ্যেই এই ছবির প্রচারের অংশ হিসেবে আমির তাঁর ইন্সটাগ্রামে একটি লাইভও করেন। আর সেই লাইভ সেশন চলার সময়েই এক অনুরাগীর প্রশ্নের প্রেক্ষিতে এক চমৎকার উত্তর দেন অভিনেতা। সেই উত্তর নিয়েই নেটপাড়া এখন তোলপাড়।
ইনস্টাগ্রামে 'লাপাতা লেডিজ' ছবির প্রচারের জন্য লাইভ সেশন চলাকালীন এক অনুরাগী আমিরকে প্রশ্ন করে বসেন, 'স্যার আপনার উচিত পাঠান-এর মত ছবি তৈরি করা'। গত বছর জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত 'পাঠান'। অনুরাগী যখন তাঁকে বলেন যে 'পাঠান'-এর মত ছবি বানানো উচিত, সেই প্রশ্নের উত্তরে আমির বলেন, 'আরে শাহরুখ তো বানাচ্ছে ঐরকম ছবি। পাঠানের মত ভাল ছবি বানাচ্ছে। আমি তৈরি করি লাপাতা লেডিজ। আপনি সেটাই দেখুন।'
কিরণ রাওয়ের পরিচালিত 'লাপাতা লেডিজ' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে নীতাংশি গোয়েল, প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তবকে। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ছায়া কদম, দুর্গেশ কুমার, সতেন্দ্র সোনি এবং হেমন্ত সোনিকে।
এই ছবি তৈরির মুখ্য তিন স্তম্ভ আমির খান (Aamir Khan), কিরণ রাও এবং জ্যোতি দেশপান্ডে। চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ এই 'লাপাতা লেডিজ' ছবিটি দেখে ভূয়সী প্রশংসা করেছেন। পরিচালক কিরণ রাওকে যথেষ্ট কুর্নিশ জানিয়েছেন এবং সেইসঙ্গে ছবির সমস্ত কলাকুশলীদের ধন্যবাদ দিয়েছেন।
ছবির প্রসঙ্গে অনুরাগ বলেন, 'এই ছবিটি একই সঙ্গে মজার, গম্ভীর এবং এক কথায় অসাধারণ। অনেক কিছুই বলা আছে ছবিতে অথচ তেমন কিছু না বলেই। ছবি দেখে আমি শিশুর মত কেঁদেছি। ছবিতে যে অভিনেতাদের দেখা গিয়েছে তাঁদের আগে কখনও ছবির পর্দায় দেখা যায়নি আর তাঁরা প্রথম ছবিতেই বাস্তবের খতিয়ান করে তুলেছেন ছবির পর্দাকে।'
'লাপাত লেডিজ' প্রজেক্টের পাশাপাশি আমিরের (Aamir Khan) আরও একটি কাজ আসছে। 'তারে জমিন পর'-এর দর্শিল সাফারির সঙ্গে ফের কাজ করতে চলেছেন আমির খান। আসছে 'সিতারে জমিন পর'। 'তারে জমিন পর' ছবিতে যেমন ডিসলেক্সিয়ার মত একটি রোগকে প্রাধান্য দেওয়া হয়েছিল ছবির চিত্রনাট্যে, এখানে তেমনই মুখ্য প্রাধান্য থাকবে ডাউন সিনড্রোমের উপর।
আরও পড়ুন: Movie On Sandeshkhali Incident: সন্দেশখালির ঘটনা এবার ফুটে উঠবে পর্দায়! শ্যুটিং শুরু কবে?