Movie On Sandeshkhali Incident: সন্দেশখালির ঘটনা এবার ফুটে উঠবে পর্দায়! শ্যুটিং শুরু কবে?
New Movie Announcement: 'পারিন মাল্টিমিডিয়া'র ব্যানারে এই ছবি তৈরি হবে, যা ঘোষণা করা হয় আন্তর্জাতিক নারী দিবসে। চলতি বছরের ৫ জানুয়ারি সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হয় ইডি।
নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা কেন্দ্রের (Basirhat Lok Sabha Constituency) অন্তর্গত সন্দেশখালি (Sandeshkhali) এলাকা এখন জাতীয় স্তরে পরিচিত নাম। এবার সেখানের ঘটনাই নাকি উঠে আসবে পর্দায়। তৈরি হবে সন্দেশখালিকে ঘিরে ছবি। 'পারিন মাল্টিমিডিয়া'র ব্যানারে এই ছবি তৈরি হবে, ঘোষণা করা হয় আন্তর্জাতিক নারী দিবসে (International Women's Day)।
সন্দেশখালির ওপর ভিত্তি করে তৈরি হবে সিনেমা
প্রথমে আক্রান্ত কেন্দ্রীয় সংস্থা, অভিযুক্ত শেখ শাহজাহান, তারপর একে একে বিস্ফোরক অভিযোগ স্থানীয় মহিলাদের। তোলাবাজি, জমি জবরদখল, নারী নির্যাতনের মতো একাধিক সাংঘাতিক অভিযোগ মেলে বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহাজাহান ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এবার সেই সমস্ত ঘটনাই উঠে আসবে পর্দায়। ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম সমালোচন তরণ আদর্শ এই খবর প্রকাশ্যে আনান। সুমিত চৌধুরী ও কেবল শেট্টির প্রযোজনায়, এই ছবির পরিচালনা করবেন সৌরভ তিওয়ারি। ২০২৪ সালের অগাস্ট মাসে শুরু হবে ছবির কাজ, খবর এমনই। তবে ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি।
ছবির নাম এখনও চূড়ান্ত না হলেও জানা যাচ্ছে অভিনেতা ও অভিনেত্রীদের নাম ঠিক করা হয়ে গিয়েছে। অমিতাভ সিংহ ও ঈশান বাজপেয়ীর লেখায় এই ছবির শ্যুটিং শুরু হবে অগাস্ট মাসে। শোনা যাচ্ছে আগামী বছরে মুক্তি পাবে ছবিটি। শুক্রবার নারী দিবসে এই ছবির কথা ঘোষণা করেন তরণ আদর্শ।
View this post on Instagram
আরও পড়ুন: SRK-Aryan Khan: আরিয়ান খানের পরিচালনায় অভিনয় শাহরুখের, সঙ্গী সুহানা, ভাইরাল ভিডিও
পশ্চিমবঙ্গে সন্দেশখালি ইস্যু
চলতি বছরের ৫ জানুয়ারি সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হয় ইডি। প্রথমে গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার অফিসারদের কাজে বাধ সাধার অভিযোগ ওঠে। কিন্তু দিন কয়েকের মধ্যে বদলাতে থাকে চিত্র। তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে গ্রামবাসীদের মধ্যে থেকেই উঠে আসে একের পর এক বিস্ফোরক অভিযোগ। সন্দেশখালিতে প্রথম থেকেই পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা এবং শেখ শাহজাহানকে পুলিশের তরফ থেকে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছিল। এই ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। ঘটনার সময় থেকেই বেপাত্তা হয়ে যান শেখ শাহজাহান। ৫৬ দিনের মাথায় পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। CID-র হেফাজত থেকে আদালতের নির্দেশে এখন তিনি CBI-এর হাতে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।