Ira Khan Wedding: ২০২৪ সালের জানুয়ারিতে বিয়ে সারবেন আমির-কন্যা ইরা, খবর সূত্রের
Ira Khan Wedding Update: ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিজনের উপস্থিতিতে বিয়ে সারবেন আমির-কন্যা ইরা ও তাঁর দীর্ঘদিনের প্রেমিক নুপূর। শোনা যাচ্ছে ২০২৪ সালের জানুয়ারি মাসেই বিয়ে করবেন তাঁরা।
নয়াদিল্লি: সামনের বছর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খানের (Aamir Khan) কন্যা ইরা। ২০২৪ সালের জানুয়ারি মাসে ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে বিয়ে সারতে চলেছেন ইরা খান (Ira Khan)। বাগদত্ত নুপূর শিখরের (Nupur Shikhare) সঙ্গে উদয়পুরেই সাত পাক ঘুরবেন তারকা-কন্যা, খবর এমনটাই।
জানুয়ারি মাসে বিয়ে সারবেন ইরা-নুপূর
ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিজনের উপস্থিতিতে বিয়ে সারবেন আমির-কন্যা ইরা ও তাঁর দীর্ঘদিনের প্রেমিক নুপূর। শোনা যাচ্ছে ২০২৪ সালের জানুয়ারি মাসেই বিয়ে করবেন তাঁরা। তিন দিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ইরা, হবু স্বামীর সঙ্গে ছবি পোস্ট করতে থাকেন।
এক জাতীয় বিনোদন পত্রিকার খবর অনুযায়ী, ৩ জানুয়ারি, ২০২৪-এ নুপূর ও ইরার বিয়ে হবে। এমনও শোনা যাচ্ছে রাজস্থানে রাজকীয় ঢঙে বিয়ে সারতে পারেন এই জুটি। ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, 'উদয়পুরে বিয়ের এলাহি আয়োজন করেছেন এই জুটি। তিন দিন ধরে চলবে অনুষ্ঠান, এবং উপস্থিত থাকবেন তাঁদের পরিবারের লোকজন ও বন্ধুবান্ধব। এই অনুষ্ঠানও হবে একেবারে ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে, এবং ফিল্ম ইন্ডাস্ট্রির তেমন কেউই উপস্থিত থাকবেন না। হবু কনের বাবা অর্থাৎ আমির খান অত্যন্ত উৎসাহ ও উত্তেজনার সঙ্গে সমস্ত প্ল্যানিংয়ে অংশ নিচ্ছেন।'
প্রসঙ্গত, কিছুদিন আগে এক জনপ্রিয় দৈনিকে খবর প্রকাশিত হয় যে ইরা ও নুপূর আগামী ৩ অক্টোবর বিয়ে সারতে চলেছেন। তবে সেই সমস্ত জল্পনায় জল ঢালেন ইরা নিজেই। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'না না... ৩ অক্টোবর বিয়ে করছি না! পরে। আপনারা সকলেই জানতে পারবেন কারণ আমি নিজেই এত উত্তেজিত থাকব যে তা চোখে পড়তে বাধ্য।'
আমির খান ও তাঁর প্রাক্তন স্ত্রী রীনা দত্তের মেয়ে ইরা বাগদান সারেন পেশায় ফিটনেস ইনস্ট্রাক্টর নুপূর শিখরের সঙ্গে, ২০২২ সালের ১৮ নভেম্বর। ২০২২ সালের সেপ্টেম্বরে ইতালিতে এক ট্রায়াথলন চলাকালীন ইরাকে বিয়ের প্রস্তাব দেন নুপূর। তারপরেই ধুমধাম করে আংটি বদল সারেন তাঁরা।
আমির খানের সঙ্গে তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তের বিচ্ছেদের পর ২০০৫ সালের ডিসেম্বরে কিরণ রাওয়ের সঙ্গে বিয়ে হয়। আমির ও কিরণ নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্ত ঘোষণা করেন ২০২১ সালে। তাঁদের এক ছেলে রয়েছে, নাম আজাদ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন