Laal Singh Chaddha: ৫০ কোটির ব্যবসা করতেই হিমশিম খাচ্ছে 'লাল সিং চাড্ডা'
Laal Singh Chaddha Box Office Collection: বি টাউনের অনেক তারকাই আমির খানের ছবিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু বক্স অফিসে তার প্রভাব বিশেষ পড়ল না।
মুম্বই: গত ১১ অগাস্ট মুক্তি পেয়েছে আমির খানের (Aamir Khan) 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha)। ছবিটি মুক্তির আগে থেকেই নানা বিতর্ক দেখা দিয়েছিল। কখনও আর্মিদের নিয়ে দেখানো দৃশ্যকে কেন্দ্র করে তো কখনও শিখদের নিয়ে দেখানো দৃশ্যকে কেন্দ্র করে। এর ফলে আমির খানের 'লাল সিং চাড্ডা'কে বয়কটের ডাক দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। ট্রেন্ডিং হয় 'বয়কট লাল সিং চাড্ডা'। ছবিটি মুক্তি পাওয়ার পর বিভিন্ন মাধ্যম থেকে প্রশংসিতও হয়েছে। অস্কারের অফিশিয়াল পেজে বিশেষ সম্মান জানান হয়েছে। বি টাউনের অনেক তারকাই আমির খানের ছবিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু বক্স অফিসে (Laal Singh Chaddha Box Office Collection) তার প্রভাব বিশেষ পড়ল না। ৫০ কোটির ব্যবসা পেরোতেই হিমশিম খাচ্ছে এই ছবি।
৬ দিনে কত টাকার ব্যবসা করল 'লাল সিং চাড্ডা'?
মুক্তির পর বক্স অফিস কালেকশনে সামান্য উন্নতি হলেও পরবর্তীকালে কার্যত ধুঁকছে 'লাল সিং চাড্ডা'। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, ৬ দিনে ৫০ কোটির ব্যবসাও করতে পারেনি এই ছবি। আমির খানের বহু প্রতীক্ষিত এই ছবি ৬ দিনে ব্যবসা করেছে ৪৮ কোটি টাকার। 'লাল সিং চাড্ডা'র বক্স অফিস কালেকশন বলিউডে ইন্ডাস্ট্রিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। মঙ্গলবার মাত্র ২ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী ট্রেড অ্যানালিস্টরা আশঙ্কা করছেন যে, এই ছবি ১০০ কোটির ক্লাবে পৌঁছনো তো অনেক দূর, ৭৫ কোটির ব্যবসাও করতে পারবে না সম্ভাবত।
আমির খানের 'লাল সিং চাড্ডা' ছবিটি পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। জানা যায়, ছবিটি তৈরি করতে প্রায় ৩ বছর সময় লেগেছে। এছাড়াও আসল ছবির সত্ত্ব পেতে প্রায় ৮ বছর সময় লেগেছে। 'লাল সিং চাড্ডা'তে আমির খানের বিপরীতে দেখা গিয়েছে করিনা কপূর খানকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোনা সিংহ। দক্ষিণী তারকা নাগা চৈতন্য এই ছবি দিয়েই বলিউডে পা রাখলেন।
আরও পড়ুন - Arjun Kapoor: 'আমরা ভুল করছি', কেন এমন বললেন অর্জুন কপূর?
অন্যদিকে, সম্প্রতি বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন (Hrithik Roshan) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'লাল সিং চাড্ডা'র রিভিউ পোস্ট করেছেন। তিনি লিখেছেন, 'সবে মাত্র দেখা শেষ করলাম 'লাল সিং চাড্ডা'। আমার হৃদয় ভরে গেল। কম-বেশি নানা দিক থেকে দেখতে গেলে এই ছবি এককথায় অসাধারণ। এমন অসাধারণ ছবি দেখতে কেউ মিস কোরো না বন্ধুরা। যাও যাও। এখনই গিয়ে ছবিটা দেখো। এটা খুব সুন্দর ছবি। অসাধারণ সুন্দর।' বলিউড ডিভা করিনা কপূর খান আবার হৃত্বিক রোশনের সেই পোস্টটিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন। বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন (Hrithik Roshan) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'লাল সিং চাড্ডা'র রিভিউ পোস্ট করেছেন। তিনি লিখেছেন, 'সবে মাত্র দেখা শেষ করলাম 'লাল সিং চাড্ডা'। আমার হৃদয় ভরে গেল। কম-বেশি নানা দিক থেকে দেখতে গেলে এই ছবি এককথায় অসাধারণ। এমন অসাধারণ ছবি দেখতে কেউ মিস কোরো না বন্ধুরা। যাও যাও। এখনই গিয়ে ছবিটা দেখো। এটা খুব সুন্দর ছবি। অসাধারণ সুন্দর।' বলিউড ডিভা করিনা কপূর খান আবার হৃত্বিক রোশনের সেই পোস্টটিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন।