Laal Singh Chaddha: আমির নন, 'লাল সিং চাড্ডা' দিয়ে আত্মপ্রকাশের কথা ছিল এই স্টার কিডের
Aamir Khan: এই ছবিতে আমির খানের অভিনয়ই করার কথা ছিল না। বরং, এই ছবি দিয়েই বলিউডে পা রাখার কথা ছিল এক স্টার কিডের। জানেন কে তিনি?
কলকাতা: বেশ কয়েকবার মুক্তির দিন পিছনোর পর অবশেষে আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে আমির খানের (Aamir Khan) বহু প্রতীক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha)। টম হ্যাঙ্কসের 'ফরেস্ট গাম্প' ছবির এটি অফিশিয়াল হিন্দি রিমেক। ফের পর্দায় একেবারে ভিন্ন স্বাদের ছবি নিয়ে আসতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু জানেন কি এই ছবিতে তাঁর অভিনয়ই করার কথা ছিল না। বরং, এই ছবি দিয়েই বলিউডে পা রাখার কথা ছিল এক স্টার কিডের। জানেন কে তিনি?
'লাল সিং চাড্ডা' ছবিতে আমির খানের পরিবর্তে কার অভিনয় করার কথা ছিল?
আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে 'লাল সিং চাড্ডা'। তার আগে জোরকদমে ছবির প্রচার চালাচ্ছেন আমির খান। সঙ্গী হচ্ছেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। সম্প্রতি ছবির প্রচারে এসে নিজেই রহস্য ফাঁস করলেন। জানালেন, তাঁর পুত্র জুনেইদ খান (Junaid Khan) লস অ্যাঞ্জেলেস থেকে ফিরে 'লাল সিং চাড্ডা'র মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন। সেই টেস্ট ভিডিও যখন আমিরের চোখে পড়ে, তিনি নিজেও অবাক হয়ে যান। অভিনেতা জানাচ্ছেন, ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য একেবারে আদর্শ ছিলেন জুনেইদ।
আরও পড়ুন - Bollywood Movies Update: অগাস্ট মাসে যে বলিউড ছবিগুলি মুক্তি পাবে, দেখুন তালিকা
সম্প্রতি আমির খান বলেন, 'আমি যখন জুনেইদের টেস্ট ভিডিও দেখি, সত্যি কথা বলতে কি অবাক হয়ে গিয়েছিলাম। আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমার সুযোগ গেল। 'লাল' চরিত্রটির জন্য যেমন নিষ্পাপ মুখ দরকার ছিল, ওর সঙ্গে একেবারে সঠিকভাবে মিলছে। যে অভিব্যক্তিটা আমাদের দরকার ছিল 'লাল সিং' চরিত্রটির জন্য, তা আমার মুখে ততটা ছিল না। কিন্তু জুনেইদের সঙ্গে কী অদ্ভূতভাবে মিল পাচ্ছিলাম আমরা। জুনেইদের পারফরম্যান্স অসাধারণ ছিল। ও এই চরিত্রটার জন্য সঠিক অভিনেতা ছিল বলে আমি মনে করি।' অন্যদিকে, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, স্ক্রিপ্ট রাইটার অতুল কুলকার্ণি এবং নির্মাতা আদিত্য চোপড়া চেয়েছিলেন 'লাল সিং চাড্ডা'র মুখ্য ভূমিকায় অভিনয় করুন আমির খান।
প্রসঙ্গত, প্রায় চার বছর পর 'লাল সিং চাড্ডা' ছবি দিয়ে পর্দায় ফিরতে চলেছেন আমির খান। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে করিনা কপূর খানকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মোনা সিংহ ও দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যকে। ইতিমধ্যেই ছবির ট্রেলার ও বেশ কয়েকটি গান মুক্তি পেয়েছে।