ট্রেলর লঞ্চ অনুষ্ঠানে আমির চিত্রসাংবাদিক রাজু উপাধ্যায়কে শ্রদ্ধা জানান। সম্প্রতি এক দুর্ঘটনায় রাজু উপাধ্যায়ের মৃত্যু হয়েছে।
2/10
আমির তাঁর প্রোডাকশন হাউসের সিনেমা ‘সিক্রেট সুপারস্টার’-এর ট্রেলর লঞ্চ করেছেন। দিপাবলীতে সিনেমা মুক্তি পাবে।
3/10
আমির বলেছেন, তিনি তাঁর অনুরাগীদের প্রতি কৃতজ্ঞ। নিজের কাজ করে ভালোলাগার মতো সৌভাগ্য কজনের হয়!
4/10
আমির বলেছেন, দর্শক ও অনুরাগীদের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক গড়ে উঠতে বহু বছর লেগেছে।
5/10
৫২ বছরের অভিনেতা বলেছেন, সিনে দুনিয়ায় বহু মানুষ ও বিষয় রয়েছে। এবং তিনি কোনও স্টারডম পেতে চান না।
6/10
আমিরের কথায়, শাহরুখ-সলমন মহানায়ক। আমি ওদের ফ্যান। বাস্তবে আমি কোনও ধরনের তুলনা চাই না। সবাই ভিন্ন ও নিজের ক্ষেত্রে সেরা।
7/10
আমির বলেছেন, এই কাজে কখনও সাফল্য পাওয়া যায়, কখনও যায় না। আমার মনে হয় না, এক-দুটো সিনেমা দিয়ে কারুর স্টারডম প্রভাবিত হয়।
8/10
তিন খান অভিনেতার মধ্যে সবচেয়ে বেশি উপর্জানকারী তারকা কে? এই প্রশ্নের জবাবে আমির বলেছেন, বুঝতে হব যে সৃষ্টিশীল কাজ সবসময়ই যে সাফল্য পাবে, তা কিন্তু নয়। দর্শকদের সামনে সেরাটা তুলে ধরতে শিল্পীরা সব ধরনের চেষ্টা করেন।
9/10
উল্লেখ্য, বক্স অফিসে সলমন খানের সাফল্যের দৌড় হঠাত্ই থমকে গিয়েছে ‘টিউবলাইট’-এ। ওই সিনেমা বাণিজ্য-সাফল্য পায়নি। অন্যদিকে, সম্প্রতি শাহরুখ খানকে বক্স অফিসে হিট সিনেমা দিতে বেশ লড়াই করতে হচ্ছে।
10/10
বলিউড তারকা আমির খান বললেন, সলমন ও শাহরুখ-দুজনেই উঁচুমানের শিল্পী। দু-একটি সিনেমা সফল না হলেই, তাঁদের স্টারডম নিয়ে প্রশ্ন তোলা যায় না।