এক্সপ্লোর
Advertisement
নাক-কান বিঁধিয়ে বিপদ, ‘থাগস অফ হিন্দুস্তান’-এর সেটে কেউ হাত দিলেই আর্তনাদ আমিরের
মুম্বই: আমির খান, মিস্টার পারফেকশনিস্ট তাঁর প্রতিটা ছবি নিয়ে প্রচুর গবেষণা করেন। তাঁর অভিনীত প্রতিটি ছবির চরিত্রের একেবারে ভেতরে ঢুকে যেতে, তাকে বাস্তবতার ছোঁয়া দিতে কার্যত আমির কোনও চেষ্টাই ছাড়েন না। সেইজন্যেই হয়তো ‘থাগস অফ হিন্দুস্তান’-এ নিজের চরিত্রের ভেতরে ঢুকে যেতে নাক ও কান বিঁধিয়ে ছিলেন আমির। কিন্তু তারপর একমাস কেটে গেছে। এই নাক-কান ফুটে করার যন্ত্রণা হারে হারে বুঝচ্ছেন আমির।
প্রসঙ্গত, আমিরের এই আসন্ন ছবিতে তিনি জলদস্যুর ভূমিকায় রয়েছেন। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, ফতিমা সানা শেখ এবং ক্যাটরিনা কাইফ। ছবির জন্যেই এই নয়া লুক ট্রাই করেছিলেন তিনি। কিন্তু তাতে এখন ভুলবশতও কেউ হাত দিয়ে দিলে কার্যত আর্তনাদ করে উঠছেন আমির। আর এর যন্ত্রণা এতটাই মারাত্মক যে আমিরের বহু রাত না ঘুমিয়েই কেটে যাচ্ছে।
তবে এই যন্ত্রণা যেন যথার্থ দাম ফিরিয়ে দেন আমিরকে, বলছে ছবির সঙ্গে যুক্ত বিভিন্ন সূত্র। এরআগে বলিউডের কোনও অভিনেতাকেই এমন চেহারায় দেখা যায়নি। ছবিটি পরিচালনা করছেন ‘ধুম-থ্রি’ খ্যাত পরিচালক বিজয় কৃষ্ণ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement