Bollywood Celebrity Updates: 'বিগ বস'-এর ঘর থেকে বেরিয়ে ফের একসঙ্গে সাজিদ-আব্দু
Bigg Boss 16: জনপ্রিয় এই রিয়েলিটি শো থেকে এলিমিনেট হয়েছেন আব্দু রজিক এবং সাজিদ খান। 'বিগ বস'-এর ঘর থেকে বেরিয়ে ফের একসঙ্গে দেখা গেল তাঁদের।
মুম্বই: টানটান উত্তেজনায় কেটেছে 'বিগ বস ১৬'র (Bigg Boss 16) গোটা গত সপ্তাহটা। এক সপ্তাহে তিনজন প্রতিযোগী ঘর থেকে এলিমিনেট হয়ে গিয়েছেন। জনপ্রিয় এই রিয়েলিটি শো থেকে এলিমিনেট হয়েছেন আব্দু রজিক (Abdu Rozik) এবং সাজিদ খান (Sajid Khan)। 'বিগ বস'-এর ঘর থেকে বেরিয়ে ফের একসঙ্গে দেখা গেল তাঁদের।
">
ফের একসঙ্গে সাজিদ খান ও আব্দু রজিক-
সম্প্রতি ফারহা খানের পক্ষ থেকে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিগুলিতে তাঁকে দেখা যাচ্ছে সাজিদ খান এবং আব্দু রজিকের সঙ্গে। সঙ্গে লিখেছেন, 'বিগ বস সিজন ১৬'র আমার অত্যন্ত পছন্দের দুই প্রতিযোগী। অনেক সময়ই শুধুমাত্র মন জিতে নেওয়াও গুরুত্বপূর্ণ।' ফারহা, সাজিদ ও আব্দুর সঙ্গে টেবিলে নজর কাড়ছে আব্দুর পছন্দের 'বুরগির' (বার্গার) এবং ফ্রেঞ্চ ফ্রাই।
আরও পড়ুন - Arjun Kapoor: 'ওর নিজের দক্ষতা সম্পর্কে কোনও ধারণাই নেই'
প্রসঙ্গত, আব্দু রজিক এবং সাজিদ খানের মিষ্টি সম্পর্কের রসায়ন দর্শকদের সকলেরই জানা। দুই তারকা একে অপরকে অত্যন্ত পছন্দ করেন এবং ভালোবাসেন। 'লং সন শর্ট সন' নামে তাঁরা মজাদার একটি কমেডি শো-ও করতেন 'বিগ বস'-এর ঘরে।
">
অন্যদিকে, চার বছর পর ফের পরিচালনায় ফিরছেন সাজিদ খান। নিজেই জানিয়েছেন যে, তিনি তাঁর পরবর্তী ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন। তাঁরপরবর্তী ছবি '১০০ পারসেন্ট'-এ দেখা যেতে চলেছে জন আব্রাহাম, রীতেশ দেশমুখকে। প্রেম, ভালোবাসা, বিয়ে, পরিবার এবং মশলার মিশ্রণে তৈরি হবে এই ছবি। এমনটাই জানিয়েছেন সাজিদ খান। শেষবার তাঁকে ক্যামেরার পিছনে দেখা গিয়েছিল ২০১৪ সালে 'হমসকলস' ছবির জন্য।