নুসরতের সঙ্গে সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন, যশ বললেন...
এই প্রথম। ক্যামেরার সামনে নুসরত জাহান সম্পর্কে মুখ খুললেন যশ দাশগুপ্ত।
কলকাতা: তাঁদের নিয়ে তোলপাড় টলিউড। কিন্তু এতদিন সংবাদ মাধ্যমের সামনে এনিয়ে মুখ খোলেননি তাঁরা। কেবল সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েই কৌতুহল বাড়িয়েছেন অনুরাগীদের। কিন্তু এই প্রথম। ক্যামেরার সামনে নুসরত জাহান সম্পর্কে মুখ খুললেন যশ দাশগুপ্ত।
শনিবার একটি মিউজিক ভিডিওর প্রচারে এসেছিলেন যশ দাশগুপ্ত। সঙ্গী? নাহ, নুসরত জাহান নয়। যশের সঙ্গে দেখা গেল মধুমিতা সরকারকে। নুসরত ও যশের সম্পর্কের সমীকরণ নিয়ে তোলপাড় টলিউড। আর ক্যামেরার সামনে বসে যশকে নুসরতকে নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হবে না তাও কী হয়? এবিপি লাইভের তরফ থেকে যশের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, নুসরত ও তাঁর সম্পর্ক নিয়ে চর্চা, গুঞ্জনের বিষয়ে। জানতে চাওয়া হয়েছিল যশের ব্যক্তিগত মতামত। প্রশ্ন শুনে অভিনেতার সোজাসাপ্টা উত্তর, 'এই প্রশ্নটা খুবই ব্যক্তিগত। আমি আমার নতুন মিউজিক ভিডিও 'ও মন রে' নিয়েই এখন বেশি আগ্রহী। আমি কাজের জায়গা আর ব্যক্তিগত জায়গাটা আলাদা রাখতেই ভালোবাসি।'
অন্যদিকে সম্পর্কের গুঞ্জন, বেবি বাম্পের ছবি, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিবৃতি জারি, বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকছেন টলিউডে অন্যতম অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান। নিখিল জৈনের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের অবনতি ও তাঁর অন্তঃস্বত্ত্বা হওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছিল সম্প্রতি। ইতিমধ্যেই সামনে এসেছে নুসরতের বেবি বাম্পের ছবি। সেই ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে বলিউডের অন্য দুই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী। এই ছবি থেকেই স্পষ্ট হয়, সত্যিই অন্তঃস্বত্ত্বা নুসরত। এরপর অবশ্য একাধিকবার নিজেই বেবি বাম্পের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নায়িকা। নিখিলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একটি বিবৃতি জারি করার পর নুসরত সাধারণত চুপই থেকেছেন। তবে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় অর্থপূর্ণ স্টেটাস দিয়েছেন তিনি।
নুসরত জাহানের মাতৃত্ব নিয়ে তোলপাড় রাজনীতি থেকে শুরু করে নেটদুনিয়া। নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে সকলের মনে। নুসরতের 'প্রাক্তন' স্বামী নিখিল জৈন জানিয়েছেন, এই সন্তান তাঁর নয়। আর নুসরতের সঙ্গে যশ দাশগুপ্তের সম্পর্কের ঘনিষ্ঠাতার সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন, 'নুসরতের সন্তানের পিতা কি যশ?' এবিষয়ে অবশ্য এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন নুসরত-যশ দুজনেই।