ACP Pradyuman: প্রদ্যুমনের মৃত্যুর পরেই শো-এ আসছেন নতুন এসিপি! শিবাজী সত্যমের জায়গা নিচ্ছেন কোন অভিনেতা?
Shivaji Satam CID journey ends: নতুন এসিপির চরিত্রে আসছেন কোন অভিনেতা?

কলকাতা: নব্বইয়ের দশক থেকেই আট থেকে আশির অন্যতম জনপ্রিয় শো এটি। ইতিমধ্যেই এই খবর চাউর হয়ে গিয়েছে এই শোয়ের মূল চরিত্র, এসিপি প্রদ্যুমন, (ACP Pradyuman) সিরিজ থেকে বিরতি নিতে চলেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শিবাজী সত্যম (Shivaji Satam) নিশ্চিত করেছেন যে তিনি সিআইডি থেকে সরে আসবেন এবং তাঁর এসিপি প্রদ্যুমন চরিত্রের কাহিনী শীঘ্রই শেষ হবে। আর এই খবরের মধ্যে পার্থ সামথনের (Parth Samthaan) সিআইডিতে যোগদানের গুজব ছড়িয়ে পড়েছে।
প্রাথমিকভাবে, অনুমান করা হয়েছিল যে তাঁকে এসিপি প্রদ্যুমনের চরিত্রে দেখা যাবে। তবে, শেষমেষ জানা যাচ্ছে যে পার্থ সামথনকে এসিপির চরিত্রে দেখা যাবে না। বদলে তাঁকে একটি নতুন চরিত্র হিসাবেই ধারাবাহিকে আনা হবে। সূত্রের খবর, পার্থ সামথন সিআইডিতে (CID) এসিপি অংশুমান হিসাবে যোগ দেবেন। সিআইডি অভিনেতাদের সঙ্গে পার্থের শ্যুটিংয়ের কিছু ঝলক ইতিমধ্যে ইন্টারনেটে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।
পার্থ সিআইডির অংশ হওয়ার বিষয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করে উল্লেখ করেছেন যে তিনি এই অনুষ্ঠানটি দেখেই বড় হয়েছেন। তিনি একটি নতুন ভূমিকায় পা রাখার সঙ্গে সঙ্গে যে ‘দায়িত্ব’ আসে তা স্বীকার করেছেন, বিশেষ করে তরুণ এসিপি হিসাবে। তাঁর চরিত্র সম্পর্কে কথা বলতে গিয়ে পার্থ বলেছেন যে, দয়া (দয়ানন্দ শেঠি) এবং অভিজিৎ (আদিত্য শ্রীবাস্তব) এবং বাকি দুই চরিত্র যে পার্থের অধীনে কাজ করবেন এমনটা নয়। বরং তাঁদের মধ্যে একটা দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হতে পারে।
সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে শিবাজী সত্যম বলেছিলেন, তিনি এই ধারাবাহিক থেকে কিছুটা সময়ের জন্য বিরতি চেয়েছিলেন। সেই কারণেই নির্মাতাকে তাঁর মৃত্যুর ঘটনা দেখিয়েছেন। তবে তিনি ভবিষ্যতে আবার ফিরে আসবেন কি না, তা কেবল নির্মাতারাই জানেন। এ সম্পর্কে এখনও পর্যন্ত তাঁর কাছে কোনও খবর নেই। পার্থ সামথন সম্পর্কে বলতে গেলে, সিআইডি-র হাত ধরে বহু বছর পরে পার্থ ছোটপর্দায় ফিরছেন। হিট শো 'কাইসি ইয়ে ইয়ারিয়ান "-এ অভিনয়ের পর এই অভিনেতা একেবারে ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন। টেলিভিশনে তাঁকে শেষবার ‘কসৌটি জিন্দেগি কে’ ধারাবাহিকে অনুরাগ বসুর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল।
সিআইডি-তে শিবাজী সত্যম, দয়ানন্দ শেট্টি, আদিত্য শ্রীবাস্তব, স্পর্শ খানচাঁদানি, হৃষিকেশ পান্ডে এবং আরও কয়েকজন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সিআইডি-র নতুন সিজনটি ২০২৪ সালের ২১শে ডিসেম্বর ফিরে আসে।






















