এক্সপ্লোর
জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ, মুম্বই থেকে গ্রেফতার অভিনেত্রী ভাগ্যশ্রীর স্বামী
ভাগ্যশ্রীর স্বামীও অভিনেতা ছিলেন। ১৯৯২ সালে ‘পায়েল’ ছবিতে তাঁকে প্রথমবার অভিনয় করতে দেখা যায়। বর্তমানে তিনি চলচ্চিত্র প্রযোজক।
মুম্বই: জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন ‘ম্যায়নে পেয়ার কিয়া’-খ্যাত অভিনেত্রী ভাগ্যশ্রীর স্বামী হিমালয় দাসানি। তাঁকে আদালতে পেশ করা হয়। আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। ভাগ্যশ্রীর স্বামীও অভিনেতা ছিলেন। ১৯৯২ সালে ‘পায়েল’ ছবিতে তাঁকে প্রথমবার অভিনয় করতে দেখা যায়। বর্তমানে তিনি চলচ্চিত্র প্রযোজক। তবে আম্বোলি থানার এক আধিকারিক জানিয়েছেন, ‘পুলিশ সম্প্রতি জুয়ার ঠেকে হানা দেয়। এই ঘটনার তদন্তে দাসানির নাম উঠে আসে। এরপরেই মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়।’
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















