Dev New Movie: হাতে বিশাল কুড়ুল ! নতুন বছরে এ কেমন উপহার দেবের?
Dev Adhikari: ১ জানুয়ারি, বছরের প্রথম দিনে নিজের সমাজমাধ্যমে 'খাদান' ছবির একটি মোশন পোস্টার পোস্ট করেন অভিনেতা দেব। অনুরাগী দর্শকদের জন্য নতুন এক উপহার নিয়ে হাজির হলেন তিনি।
কলকাতা: সম্প্রতি সমস্ত প্রেক্ষাগৃহে হইহই করে চলছে দেবের (Dev) নতুন ছবি 'প্রধান'। আর কয়েকদিন আগেই দেব তাঁর জন্মদিনে নতুন ছবি 'টেক্কা'র ঘোষণাও করেছিলেন। এই প্রথম সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) পরিচালনায় কাজ করতে চলেছেন দেব। তারই মাঝে বছর ঘুরল। নতুন বছর পড়তেই তাঁর অনুরাগী দর্শকদের জন্য নতুন এক উপহার নিয়ে হাজির হলেন দেব। এই বছরই মুক্তি পেতে চলেছে দেবের পরবর্তী আরেকটি ছবি 'খাদান' (Khadaan)।
১ জানুয়ারি, বছরের প্রথম দিনে নিজের সমাজমাধ্যমে 'খাদান' ছবির একটি মোশন পোস্টার পোস্ট করেন অভিনেতা দেব। সেই পোস্টারে দেখা যায়, দেবের (Dev) পরনে মলিন পোশাক, গলায় গামছা জড়ানো আর হাতে একটা বিশাল কুড়ুল। খানিক পিছনদিকে ঘুরে তাকিয়ে আছেন দেব। এই পোস্টের ক্যাপশনে দেব লেখেন, 'এটাই তাঁর অভিনয় জীবনের অন্যতম কঠিন পরীক্ষামূলক ছবি হতে চলেছে। চলো লেটস গো, কী হয় দেখা যাক। ২০২৪-এই আসছে 'খাদান'।'
এই পোস্টের সঙ্গে দেব বাংলার অপর এক অভিনেত্রী ইধিকা পালকে (Idhika Paul) ট্যাগ করেছেন। ফলে আন্দাজ করা যায় ছবিতে দেবের বিপরীতে হয়ত কাজ করতে চলেছেন ইধিকা। সম্প্রতি বাংলাদেশে 'প্রিয়তমা' ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন ইধিকা পাল। এবার দেবের সঙ্গে স্ক্রিন ভাগ করে নিতে চলেছেন কি তিনি? নতুন বছরের শুরুতেই দেবের এমন লুক দেখে হতবাক নেটিজেনরা। অনেকেই কমেন্টে উৎসাহ প্রকাশ করেছেন এই ছবিটি সম্পর্কে।
জানা গিয়েছে, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মসের যৌথ প্রযোজনায় মুক্তি পাবে 'খাদান'। ধারণা করা হচ্ছে কয়লাখনি অঞ্চলের জনজীবন ও রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি। ছবির পরিচালক হিসেবে পোস্টারে উল্লেখ রয়েছে সুজিত দত্ত ওরফে রিনোর নাম। ঠিক কবে মুক্তি পাবে এই ছবি, তা এখনও স্পষ্ট নয়।
কয়েকদিন আগে 'টেক্কা'র পোস্টার প্রকাশ্যে এসেছে। দেবের এই নতুন ছবি পরিচালনা করবেন সৃজিত মুখোপাধ্যায়। বলাই বাহুল্য, সৃজিতের সঙ্গে এটাই দেবের প্রথম কাজ হতে চলেছে। ২০১৬ সালে সৃজিত মুখোপাধ্যায়ের 'জুলফিকার' ছবিতে প্রথম অভিনয় করেন দেব। তারপর আর সেভাবে সৃজিতের সঙ্গে অভিনয় করতে দেখা যায়নি দেবকে। পরপর বেশ কিছু ভাল ছবিতে অভিনয় করেছেন দেব, সৃজিতেরও বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে এর মধ্যে। সাত বছর পরে ফের একসঙ্গে কাজ করতে চলেছেন দেব-সৃজিত। ছবির নাম 'টেক্কা'।
আরও পড়ুন: Dev New Movie: জন্মদিনেই 'টেক্কা' দিলেন দেব! সঙ্গী এবার সৃজিত