এক্সপ্লোর
Advertisement
কুঁড়েঘরে থাকতেন, মিস ইন্ডিয়া খেতাব জেতার কথা অনেকেই বিশ্বাস করেনি, জানালেন পরেশ রাওয়ালের স্ত্রী
পরেশ ‘হেরা ফেরি’, ‘ওএমজি-ওহ মাই গড’-এর মতো জনপ্রিয় ছবি সহ ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন।
মুম্বই: আজ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়ালের জন্মদিন। তিনি ৬৫ বছরে পা দিলেন। এই বিশেষ দিনে তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে একটি চমকপ্রদ তথ্য জানা গেল। পরেশের স্ত্রী স্বরূপ সম্পত নিজেই একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি অনেক বছর গ্রামের একটি কুঁড়েঘরে কাটিয়েছেন। সেই কারণে তিনি যখন ১৯৭৯ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় জয়ী হন, অনেকেই সে কথা বিশ্বাস করেনি। স্বরূপ আরও জানিয়েছেন, ছবিতে অভিনয় করার সময় তিনি কোনওদিন আয়নার দিকে তাকাননি। কী পোশাক পরা উচিত বা কী ধরনের মেক-আপ করা উচিত, সে বিষয়েও কারও সঙ্গে আলোচনা করেননি।
পরেশ ‘হেরা ফেরি’, ‘ওএমজি-ওহ মাই গড’-এর মতো জনপ্রিয় ছবি সহ ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। কমেডিয়ান থেকে খলনায়ক, সব ধরনের চরিত্রে অভিনয় করেছেন পরেশ। তাঁর স্ত্রীও মডেলিংয়ের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন। কমেডি টিভি শো ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’-তে অভিনয় করেন স্বরূপ। এই শো জনপ্রিয় হয়েছিল। ১৯৮৪ সালে মুক্তি পাওয়া ছবি ‘করিশ্মা’-তে অভিনয় করেন তিনি। এই ছবিতে ছিলেন কমল হাসান, রীনা রায়। এই ছবিতে বিকিনি পরেন পরেশের স্ত্রী। সেই কারণে তিনি আলোচনার কেন্দ্রে ছিলেন। ‘নরম গরম’, ‘হিম্মতওয়ালা’, ‘সাথিয়া’, ‘কি অ্যান্ড কা’ ছবিতেও অভিনয় করেছেন স্বরূপ।
অভিনয় ও মডেলিং ছাড়াও গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে বিশেষভাবে সক্ষম শিশুদের অভিনয় শেখান স্বরূপ। তাঁকে শিশুদের জন্য এই প্রশিক্ষণ প্রকল্পের প্রধান নির্বাচিত করেছিলেন মোদি। এছাড়া ভারকি ফাউন্ডেশনের গ্লোবাল টিচার প্রাইজের জন্য ১০ জন ফাইনালিস্টের অন্যতম ছিলেন স্বরূপ। ১৭৯ দেশের ১০,০০০ জন এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
জেলার
Advertisement