'Salaar' Release Date: পিছিয়ে গেল 'সালার' মুক্তির তারিখ, ২৮ সেপ্টেম্বরের বদলে নভেম্বরে আসবে প্রভাসের ছবি
Prabhas Movie: সেপ্টেম্বরে নয়, নভেম্বরে মুক্তি পাবে প্রভাস অভিনীত 'সালার'। কিন্তু কেন পিছিয়ে দেওয়া হল মুক্তির তারিখ? জানুন বিস্তারিত।
মুম্বই: প্রভাস (Prabhas) ও শ্রুতি হাসান (Shruti Hassan) অভিনীত 'সালার পার্ট ১: সিজফায়ার' (Salaar Part 1: Ceasefire) মুক্তি পাওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসেই। কিন্তু পিছিয়ে দেওয়া হল সেই মুক্তির তারিখ। ঘোষণা করা হল সেই ছবির মুক্তি হবে নভেম্বরে।
পিছিয়ে গেল 'সালার' ছবির মুক্তির তারিখ
ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ শনিবার তাঁর 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে জানান যে 'সালার' সেপ্টেম্বরের বদলে মুক্তি পাবে নভেম্বরে। তিনি লেখেন, 'ব্রেকিং নিউজ... প্রভাস: 'সালার' এবার আসবে নভেম্বরে... 'সালার' এখন ২৮ সেপ্টেম্বর ২০২৩-এ আসছে না, অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে...।' তাঁর পোস্ট থেকে স্পষ্ট 'সালার' ফিল্মের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে জোর কদমে। মুক্তির নতুন তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলেও জানান তরণ আদর্শ। তবে অনেকেরই মত, ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের 'জওয়ান' আর কিং খানের ছবি ইতিমধ্যেই প্রেক্ষাগৃহের সিংহভাগ দখল করে নিয়েছে। সেই রেশ ২৮ সেপ্টেম্বর পর্যন্ত না কাটলে প্রভাসের ছবির ব্যবসায় প্রভাব ফেলতে পারে। তাই ঝুঁকি না নিয়ে নভেম্বরে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে মুক্তির তারিখ।
#BreakingNews…
— taran adarsh (@taran_adarsh) September 2, 2023
PRABHAS: ‘SALAAR’ TO ARRIVE IN NOV… #Salaar is NOT arriving on 28 Sept 2023, it’s OFFICIAL now… The post-production work of this #Prabhas starrer is going on in full swing… #HombaleFilms - the producers - are bringing the film in Nov 2023… New release date… pic.twitter.com/SbOLGSobz5
গত ৬ জুলাই প্রকাশ্যে আসে 'সালার' ছবির টিজার। তবে সেখানে দেখা যায়নি প্রভাসের মুখ। কেবল পাশ থেকে দেখা যায় ছবির নায়কের ঝলক। প্রায় ২ মিনিটের টিজারে পরিচালক ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছেন ছবির ভাবনাকে। সেখানে অবশ্য সিংহভাগ জুড়ে দেখা যায় বলিউডের বর্ষীয়ান অভিনেতা টিনু আনন্দকে। অ্যাকশন থাকলেও, প্রকাশ্যে আসেননি প্রভাস। সেই সময় অনেকেই মনে করেন, যে হয়তো প্রভাসের লুকে আরও কিছু চমক রয়েছে। সেটা ক্রমশ প্রকাশ্য। এই ছবিতে প্রভাস ছাড়াও দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারন (Prithviraj Sukumaran), শ্রুতি হাসান (Shruti Haasan) ও জগপতি বাবু (Jagapathi Babu)-কে।
আরও পড়ুন: Jailer: বড়পর্দায় 'জওয়ান'-এর সঙ্গে ওটিটিতে মুক্তি পাবে রজনীকান্তের 'জেলার', কোন প্ল্যাটফর্মে?
যদিও প্রভাসের লুক প্রকাশ্যে না আসায় অনেকে আবার মনে করেন, 'আদিপুরুষ'-এর লুক নিয়ে যে বিপুল চর্চা হয়েছে, তারই ফলে এই সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতারা। সেই ছবির টিজার প্রকাশ্যে আসার পরেই বিরোধিতা শুরু হয়েছিল। তখন নির্মাতারা ছবির মুক্তি পিছিয়ে দিয়ে, গ্রাফিক্স নিয়ে কাজ করেছিলেন। তবে আটকানো যায়নি বিতর্ক। ছবি মুক্তির পরে চূড়ান্ত বিতর্কের মুখে পড়েছিল 'আদিপুরুষ'। অনেকেই মনে করছিলেন, বিতর্কের আঁচ না কমার ফলেই সম্ভবত প্রভাসের লুক আড়ালেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন