এক্সপ্লোর
শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত ভিকি কৌশল
আচমকা একটি দরজা ভেঙে পড়ে তাঁর মুখের উপর। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মুম্বই: ভিকি কৌশলের ভক্তদের জন্য দুঃসংবাদ। শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত হলেন উরি অভিনেতা। গুজরাটে পরিচালক ভানু প্রতাপ সিংহের ভৌতিক ছবির শ্যুটিং করছিলেন ভিকি। তখনই আচমকা একটি দরজা ভেঙে পড়ে তাঁর মুখের উপর। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাল ও চোখের মাঝে ১৩টি সেলাই দিতে হয়।
চলচ্চিত্র সমালোচক তরন আদর্শ টুইটারে খবরটি ব্রেক করে বলেন, 'একটি ছবির শুটিং-এর সময় ভিকি আঘাত পেয়েছেন। একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করছিলেন তিনি। ভানুপ্রতাপ সিংহর ছবির একটি দৃশ্যের শ্যুটিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। code>
চলচ্চিত্র সমালোচক তরন আদর্শ টুইটারে খবরটি ব্রেক করে বলেন, 'একটি ছবির শুটিং-এর সময় ভিকি আঘাত পেয়েছেন। একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করছিলেন তিনি। ভানুপ্রতাপ সিংহর ছবির একটি দৃশ্যের শ্যুটিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। code>এই ছবির পাশাপাশি ভিকির হাতে রয়েছে একটি অ্যাকশনে ঠাসা সুপারহিরোর গল্পনির্ভর ছবি। এই ছবিটির পরিচালনায় 'উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক' এর পরিচালক আদিত্য ধর। ২০২০র মাঝামাঝি মুক্তি পাবে ছবিটি।Vicky Kaushal gets injured while filming an action sequence... Shooting for director Bhanu Pratap Singh's horror film in #Gujarat... Vicky fractured his cheekbone and got 13 stitches on his cheek.
— taran adarsh (@taran_adarsh) April 20, 2019
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















