ঐশ্বর্যকে নিয়ে ‘আপত্তিকর’ মিম পোস্ট, সোশ্যাল মিডিয়ায় বিবেক ওবেরয়ের কড়া নিন্দা সোনমের, নোটিশ পাঠাবে মহিলা কমিশন
বিবেকের এই মিম নিয়ে সরব হয় বলিউড। প্রথম সমালোচনা আসে অভিনেত্রী সোনম কপূরের তরফে। তিনি কমেন্ট করেন, এই পোস্ট ‘ন্যাক্কারজনক ও অরুচিকর’।
মুম্বই: বুথ ফেরত সমীক্ষার চর্চার মধ্যেই শিরোনামে চলে এলেন ‘পিএম নরেন্দ্র মোদি’ ছবির মুখ্য অভিনেতা বিবেক ওবেরয়। বুথ ফেরত সমীক্ষা নিয়ে ঐশ্বর্য রাই বচ্চনকে জড়িয়ে ‘আপত্তিকর’ মিম পোস্ট করেছেন বিবেক। ওই মিম-এ দেখা যায়, সলমন খান, বিবেক ওবেরয় এবং আরাধ্যা ও অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্যের ছবি রয়েছে। সেখানে সলমনের সঙ্গে ঐশ্বর্যের ছবির ওপর লেখা ‘ওপিনিয়ন পোল’। বিবেকের সঙ্গে ঐশ্বর্যের ছবিতে লেখা ‘এগজিট পোল’। আর পরিবারের সঙ্গে ঐশ্বর্যের ছবিতে লেখা ‘রেজাল্ট’। এই মিম পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘ক্রিয়েটিভ। কোনও রাজনীতি নয়, শুধুই জীবন।’
Haha! ???? creative! No politics here....just life ????????
Credits : @pavansingh1985 pic.twitter.com/1rPbbXZU8T — Vivek Anand Oberoi (@vivekoberoi) May 20, 2019
বিবেকের এই মিম নিয়ে সরব হয় বলিউড। প্রথম সমালোচনা আসে অভিনেত্রী সোনম কপূরের তরফে। তিনি কমেন্ট করেন, এই পোস্ট ‘ন্যাক্কারজনক ও আপত্তিকর’। ছবি নির্মাতা অশোক পণ্ডিত বিবেক ওবেরয়কে সরাসরি লেখেন, এই মিম সব দিক থেকেই অরুচিকর। কীভাবে এই মিমটি-কে ‘ক্রিয়েটিভ’ মনে হল, এই প্রশ্নও করেছেন তিনি।
দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালও বিবেকের সমালোচনায় সরব হয়েছেন। মহারাষ্ট্র মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহতকর বিবেককে এই মিম পোস্ট করার জন্য নোটিশ পাঠাবেন বলে জানিয়েছেন।