Ankita Lokhande on Sushant Singh Rajput: সুশান্তের নাচের পার্টনার ছিলেন অঙ্কিতার 'চক্ষুশূল'! ফের প্রাক্তন প্রেমিককে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
Bigg Boss 17: প্রায়ই নাকি সুশান্তের সঙ্গে ঝামেলা করতেন অঙ্কিতা। এমনকী সেই সময়ে সুশান্ত সিংহ রাজপুতের 'ডান্স পার্টনার'-এর প্রতি ঈর্ষান্বিত ছিলেন তিনি। 'বিগ বস ১৭'-এর ঘরে বসে কী বললেন আর তিনি?
নয়াদিল্লি: ফের শিরোনামে অঙ্কিতা লোখাণ্ডে। (Ankita Lokhande) ফের প্রাক্তন প্রেমিক ও প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতকে ( Sushant Singh Rajput) নিয়ে করা তাঁর মন্তব্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। (Social Media) আপাতত অঙ্কিতা ও তাঁর স্বামী ভিকি জৈন, সলমন খান সঞ্চালিত 'বিগ বস'-এর বাড়ির বাসিন্দা। সেখানেই সুশান্তের সঙ্গে তাঁর 'ঝলক দিখলা যা'র সময়ের স্মৃতি হাতড়ালেন অভিনেত্রী। জানালেন নিজের দুর্বলতার কথাও। কী বললেন অভিনেত্রী?
কেমন ছিল সুশান্ত-অঙ্কিতার 'ঝলক দিখলা যা' সফর?
প্রায়ই নাকি সুশান্তের সঙ্গে ঝামেলা করতেন অঙ্কিতা। এমনকী সেই সময়ে সুশান্ত সিংহ রাজপুতের 'ডান্স পার্টনার'-এর প্রতি ঈর্ষান্বিত ছিলেন তিনি। একবার অভিনেতার নাচের সঙ্গী তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন, আর তা দেখে রাগে ফুঁসে ওঠেন অঙ্কিতা। পুরনো কথা মনে করে নিজেই জানান এগুলো।
নাচের জনপ্রিয় রিয়্যালিটি শো 'ঝলক দিখলা যা'র সিজন চারের প্রতিযোগী ছিলেন অঙ্কিতা লোখাণ্ডে ও সুশান্ত সিংহ রাজপুত। সেই সময়ের কথা মনে করে, 'বিগ বস ১৭'-এ অভিনেত্রী বলেন, তাঁর জীবনে এমন একটা সময় কেটেছে যখন অভিনেতার প্রতি তাঁর একটা অধিকারবোধ জন্মে যায়, যাকে চেনা ভাষায় বলে, 'পোজেজিভনেস'। তিনি এও জানান যে এখন তাঁর স্বভাব বদলে গিয়েছে।
'বিগ বস ১৭'-এর লাইভ ফিডে অঙ্কিতা লোখাণ্ডেকে বসে ইশা মালব্য ও অভিষেক কুমারের সঙ্গে গল্প করতে শোনা যায়। তিনি বলেন, 'এমনকী সেখানে সেরা ৫-এ পৌঁছেও ('ঝলক দিখলা যা' অনুষ্ঠানের) আমি ফোকাসড ছিলাম না। আমি বেরিয়ে যেতাম হাঁটতে। আমি এমনকী নিশান্তকে (সম্ভবত নিশান্ত ভট্ট, যিনি ওই সিজনের অপর প্রতিযোগী ছিলেন) বলতামও যে প্রতিযোগিতার কথা ভুলে আমার সঙ্গে বেরোতে।'
সুশান্তের সঙ্গে অঙ্কিতার 'সমস্যা'
অভিষেক অঙ্কিতাকে জিজ্ঞেস করেন সুশান্তের প্রসঙ্গে, 'উনি কত পর্যন্ত পৌঁছেছিলেন?' অঙ্কিতা উত্তর দেন, 'ও তো সেরা ২-এ ছিল। আমি ওঁকে বলেছিলাম হেরে যেতে। তুই জিতে গেলে অনেক সমস্যা তৈরি হবে। ওঁকে প্রথমে ৩০ নম্বর দেওয়া হয়, আমার অনেক সমস্যা ছিল, আমার খালি মনে হচ্ছিল যে তুমি কী করে ফুল মার্কস পেতে পার?'
'Possessive' হওয়া প্রসঙ্গে অভিনেত্রী
অনুষ্ঠানে সুশান্তের নাচের পার্টনার কে ছিল জিজ্ঞেস করেন ইশা। তার উত্তরে অভিনেত্রী বলেন, 'ও অত্যন্ত ভাল নৃত্যশিল্পী। একদিন নাচ করতে করতে ও (সুশান্তের পার্টনার) সুশান্তের ওপর ঝাঁপিয়ে পড়ে। হায় রে, কোলে উঠে পড়েছিল। আমি ভীষণ পোজেজিভ, এখন খানিকটা ঠিক হয়েছি। এখন আমি স্বাভাবিক হয়েছি। আমি তখন এরকম ছোট ছোট ব্যাপারে রেগে যেতাম।'
'ঝলক দিখলা যা' অনুষ্ঠানে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত নাচের জন্য জুটি বেঁধেছিলেন কোরিওগ্রাফার শম্পার সঙ্গে। সুশান্ত ও অঙ্কিতা দুজনেই অনুষ্ঠানের প্রথম সারির প্রতিযোগী ছিলেন। দুই অভিনেতা খ্যাতি পান জি টিভির জনপ্রিয় ধারাবাহিক 'পবিত্র রিশতা'য় একসঙ্গে কাজ করার জন্য। বেশ কিছু বছর সম্পর্কে থাকার পর ২০১৬ তাঁদের বিচ্ছেদ হয়। ২০২০ সালে, নিজের অ্যাপার্টমেন্ট থেকেই অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃতদেহ উদ্ধার হয়। অন্যদিকে অঙ্কিতা বিয়ে করেন ভিকি জৈনকে।