Jaya Bachchan: আদিত্য চোপড়ার বাড়ির সামনে পৌঁছে পাপারাৎজিদের দূরত্ব বজায় রাখার 'নির্দেশ' জয়া বচ্চনের
Jaya Bachchan Update: শুক্রবার আদিত্য চোপড়ার বাসভবনে ক্যামেরাবন্দি হন অভিনেত্রী জয়া বচ্চন। সেখানে তারকাদের ছবি তুলতে হাজির ছিলেন পাপারাৎজিরাও।
নয়াদিল্লি: সম্প্রতি প্রয়াত হয়েছেন যশ চোপড়ার (Yash Chopra) স্ত্রী পামেলা চোপড়া (Pamela Chopra)। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আদিত্য চোপড়ার (Aditya Chopra) বাড়িতে হাজির হন বলিউডের তাবড় তারকারা (Bollywood Stars)। উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চনও (Jaya Bachchan)। সেখানে গিয়ে পাপারাৎজিদের (paparazzi) কী বললেন অভিনেত্রী?
পাপারাৎজিদের কী বললেন জয়া?
শুক্রবার আদিত্য চোপড়ার বাসভবনে ক্যামেরাবন্দি হন অভিনেত্রী জয়া বচ্চন। সেখানে তারকাদের ছবি তুলতে হাজির ছিলেন পাপারাৎজিরাও। মেয়ে শ্বেতার সঙ্গে চোপড়া পরিবারের পাশে দাঁড়াতে দেখা যায় জয়াকে। সেখানেই যখন তাঁদের ছবি তুলতে যান পাপারাৎজিরা, জয়া বচ্চনের অঙ্গভঙ্গি দেখে বোঝা যায় তিনি তাঁদের পিছনে সরতে বলছেন। হাত দেখিয়ে পাপারাৎজিদের দূরত্ব বজায় রাখতে ইশারা করেন তিনি যাতে হাঁটার জায়গা থাকে। অপর একটি ভিডিওয় দেখা যাচ্ছে মেয়ে শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে আদিত্য চোপড়ার বাড়ি পৌঁছেছেন জয়া। সেখানে হাত দেখিয়ে পাপারাৎজিদের সরে যেতে বলেন তিনি। পাপারাৎজিরা যেই তাঁর দিকে ছবি তোলার জন্য এগিয়ে আসেন, তখনই তাঁকে বলতে শোনা যায় 'আমার দূরত্ব প্রয়োজন'।
View this post on Instagram
এর আগে আদি চোপড়ার বাড়িতে শোকজ্ঞাপন করতে পৌঁছন অমিতাভ বচ্চন। সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চন ও পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন।
বচ্চন পরিবার ছাড়াও পামেলা চোপড়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হাজির হন করিনা কপূর খান, সেফ আলি খান, কর্ণ জোহর, কাজল, অজয় দেবগণ, শাহরুখ খান, আরিয়ান খান, সিদ্ধার্থ মলহোত্র, কিয়ারা আডবাণী, রণবীর কপূর, আলিয়া ভট্ট প্রমুখ।
আরও পড়ুন: Kriti Sanon: সাধারণ মানুষের সঙ্গে ইকোনমি ক্লাসে ইনদৌর উড়ে গেলেন কৃতী শ্যানন, ভিডিও ভাইরাল
নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি ছিলেন পামেলা চোপড়া। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আগেই মৃত্যু হয়েছে যশ চোপড়ার। তাঁদের দুই ছেলে আদিত্য চোপড়া ও উদয় চোপড়া। 'যশ রাজ ফিল্মস'-এর বিবৃতি অনুযায়ী, ওইদিনই বেলা ১১টায় শেষকৃত্য সম্পন্ন হয়। গত ২০ এপ্রিল পামেলা চোপড়ার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই 'যশ রাজ ফিল্মস'-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্ট করে খবরটা নিশ্চিত করা হয়। পোস্টে লেখা হয়, 'ভারী হৃদয় নিয়ে, চোপড়া পরিবার আপনাদের জানাচ্ছে যে পামেলা চোপড়া, ৭৪, আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুম্বইয়ে সকাল ১১টায় তাঁর মৃত্যু হয়। আপনাদের প্রার্থনার জন্য আমরা কৃতজ্ঞ এবং এই কঠিন ও দুঃখের সময় পরিবার আপনাদের কাছ থেকে খানিক গোপনীয়তা প্রার্থনা করছে।'