(Source: ECI/ABP News/ABP Majha)
Kangana Ranaut as Producer: ওটিটিতে অভিষেক প্রযোজক কঙ্গনার, স্বাগত জানালেন নওয়াজউদ্দিনকে
কঙ্গনা তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেই পোস্টে নওয়াজের একটি ছবি দিয়ে কঙ্গনা লিখেছেন, ‘আপনাকে আমাদের টিমে স্বাগত, স্যার।’ নওয়াজ ছাড়া ছবির আর কোনও অভিনেতার নাম জানাননি কঙ্গনা।
মুম্বই: ডিজিটাল প্ল্যাটফর্মে প্রোডিউসার হিসেবে পথ চলা শুরু করছেন কঙ্গনা রানাউত। ছবির নাম ‘টিকু ওয়েডস সেরু’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় ও বিখ্যাত অভিনেতা নাওয়াজউদ্দিন সিদ্দিকিকে। কঙ্গনা ও নওয়াজই এই ছবির মূল জুটি।
কঙ্গনা তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেই পোস্টে নওয়াজের একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘আপনাকে আমাদের টিমে স্বাগত, স্যার।’ তবে নওয়াজ ছবির আর কোনও অভিনেতার নাম উল্লেখ করেননি তাঁর পোস্টে। মনিকর্ণিকা ছবির ইনস্টাগ্রামে একটি পোস্ট করা হয়েছে, সেখানে লেখা হয়েছে যে খুব তাড়াতাড়ি এই ছবির শ্যুটিং শুরু হতে চলেছে।
সেই পোস্টে আরও লেখা হয়েছে, ‘আমাদের প্রজন্মের সেরা অভিনেতা আমাদের টিমে যোগ দিতে চলেছেন। টিকু ওয়েডস সেরুতে কাজ করতে দেখা যাবে তাঁকে। আমরা এই কাজের জন্য সেরা অভিনেতাকে খুঁজে পেয়েছি। খুব তাড়াতাড়িই ছবির শ্যুটিং শুরু হতে চলেছে।’
এরপরই ভক্তরা একের পর এক মেসেজ করতে থাকেন কমেন্ট বক্সে। সেখানে একজন লিখেছেন, ‘আমাদের দেশের সেরা অভিনেতা ও অভিনেত্রী একসঙ্গে কাজ করতে চলেছেন।’ আরেকজন আবার লিখেছেন, ‘মিস্টার নওয়াজউদ্দিন এই ছবিতে সই করেছেন। তার মানেই এই ছবিও দুর্দান্ত হতে চলেছে।’
প্রসঙ্গত এর আগেও রুপোলি পর্দায় সফলভাবে প্রযোজনা করেছেন কঙ্গনা। তাঁর প্রযোজিত ছবি 'মনিকর্ণিকা' দর্শকদের পছন্দ হয়েছিল। ছবিটি বক্স অফইসে ব্য়বসা করেছিল দীর্ঘদিন। ছবিতে কঙ্গনার বিপরীতে দেখা গিয়েছিল বাঙালি অভিনেতা যীশুকে।
সম্প্রতি আমির খানের বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলে বিতর্কে জড়ান কঙ্গনা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি স্টেটাস দেন কঙ্গনা। সেখানে তিনি লেখেন, 'পঞ্জাবি পরিবারে এক ছেলেকে হিন্দু হিসেবে বড় করা হয়, অন্য জনকে শিখ ধর্ম অনুসারে বড় করা হয়। কিন্তু আমির খান স্যরের বিবাহ বিচ্ছেদের ঘটনায় আমি বেশ অবাক হয়ে গেলাম। হিন্দু ধর্মাবলম্বী কিরণ রাও ও আমির খানের ছেলে শুধুমাত্র মুসলমান পরিচয় পেল কেন? যদি একই পরিবারে নাস্তিক, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, রাধাস্বামী মতে বিশ্বাসী একত্রে বসবাস করতে পারেন, তবে কোনও মুসলিমকে বিয়ে করলে নিজের ধর্ম বদলাতে হয় কেন?’