এক্সপ্লোর
৪ বছরের বিবাহবার্ষিকী, হাত বেঁধে শার্টের বোতাম লাগানোর খেলায় মাতলেন রাজা-মধুবনী
ছোটপর্দা থেকে সংসার জীবনে প্রবেশ। 'ভালবাসা ডট কম' থেকে শুরু হয়েছিল তাঁদের ভালোবাসার। তারপর হাতে হাত রেখে কাটিয়ে ফেললেন ৪ বছর। রাজা আর মধুবনী গোস্বামী। আজ তাঁদের বিবাহবার্ষিকী। শুধু কী তাই? বাবা-মা হতে চলেছেন রাজা-মধুবনী। মাত্র কয়েকদিন আগেই সুখবর দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আজ মজার ভিডিও আর বিয়ের ছবি পোস্ট করে রাজাকে ভালোবাসা জানালেন মধুবনী। বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করলেন রাজাও।
কলকাতা: ছোটপর্দা থেকে সংসার জীবনে প্রবেশ। 'ভালবাসা ডট কম' থেকে শুরু হয়েছিল তাঁদের ভালোবাসার। তারপর হাতে হাত রেখে কাটিয়ে ফেললেন ৪ বছর। রাজা আর মধুবনী গোস্বামী। আজ তাঁদের বিবাহবার্ষিকী। শুধু কী তাই? বাবা-মা হতে চলেছেন রাজা-মধুবনী। মাত্র কয়েকদিন আগেই সুখবর দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আজ মজার ভিডিও আর বিয়ের ছবি পোস্ট করে রাজাকে ভালোবাসা জানালেন মধুবনী। বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করলেন রাজাও।
আজ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি মজার ভিডিও পোস্ট করেন মধুবনী। সেখানে একসঙ্গে হাত বাঁধা স্বামী-স্ত্রীর। আর ২ জনে পড়ে রয়েছেন অর্ধেক শার্টর এক হাত দিয়ে ২ জনের শার্টের বোতাম লাগাচ্ছেন তাঁরা। আর সেটা করতে গিয়েই ঝগড়া লাগছে ২ জনের মধ্যে। ভিডিওটি শেয়ার করে মধুবনী লেখেন, 'আমরা যখন একসঙ্গে শ্যুটিং করি আর আমাদের মত না মেলে, তখন আমরা এইভাবেই লড়াই করি।আর এটা সেই লড়াইয়ের ছোট্ট একটা ঝলক। আর, এই ভিডিওটার থেকে ভালো ৪ বছরের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানোর আর কোনও উপায় নেই। আমরা এভাবেই একে অপরকে চিরকাল ভালোবেসে যাই, সুস্থ থাকি, সব আশীর্বাদ একসঙ্গে ভাগ করে নিই। শুভ ৪ বছরের বিবাহবার্ষিকী। তোমায় আরও ভালোবাসি।' এখানেই শেষ করেননি মধুবনী। ফের লেখেন, 'পরের বছর থেকে একসঙ্গে লড়াই কার শিক্ষা দেব আরও একজনকে।' সেই সঙ্গে অনেকগুলো শিশুর মুখের ইমোজিও পোস্ট করেন মধুবনী। একথা স্পষ্ট যে আগামী সন্তানের কথাই বলেছেন তিনি।
কেবল মধুবনী নয়, নিজেদের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করেছেন রাজাও। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন মধুবনীকে।
ভিডিওটি ছাড়া নিজেদের বিয়ের আরও একটি ছবি পোস্ট করেন মধুবনী। চার বছর আগে লাল বেনারসীতে মধুবনীর সেই ছবি উস্কে দিচ্ছে নস্টালজিয়া। ক্যাপশানে লেখা, 'আমরা এভাবেই একে অপরকে চিরকাল ভালোবেসে যাই, সুস্থ থাকি, সব আশীর্বাদ একসঙ্গে ভাগ করে নিই। শুভ ৪ বছরের বিবাহবার্ষিকী। তোমায় আরও ভালোবাসি।' অনুরাগী থেকে সহকর্মী, সবাই শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে। আর রাজা-মধুবনী? তাঁরা তো কেবল দিন গুনছেন সন্তানের প্রতীক্ষায়।
বেবি বাম্পের ছবিও পোস্ট করেছেন মধুবনী। রাজার প্রোফাইলও কিন্তু মধুবনীময়। এই জুটির কাছে দাম্পত্য জয় রাইড। সম্প্রতি নিজের বিউটি পার্লারও খুলেছেন মধুবনী। শুরু হয়েছে তাঁর জীবনের নতুন ইনিংস। তিনি অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও ছোটপর্দায় অভিনয় করছেন রাজা। ধারাবাহিক 'খড়কুটো'তে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement