Mimi Chakraborty's Pet Dog: ক্যান্সারের বিরুদ্ধে লড়াই শেষ, চিকুর মৃত্যুতে মনমরা মিমি
মনখারাপ থেকে শুরু করে পুজোর আনন্দ, লকডাউনে খেলার সঙ্গী। নায়িকার সময় নাকি ভালো কাটে তাদেরই জন্য। কিন্তু দীর্ঘদিনের সেই বন্ধুত্বে ছেদ টানল ক্যানসার। মারা গেল মিমি চক্রবর্তীর পোষ্য চিকু। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আবেগপ্রবণ অভিনেত্রী মিমি চক্রবর্তী।
![Mimi Chakraborty's Pet Dog: ক্যান্সারের বিরুদ্ধে লড়াই শেষ, চিকুর মৃত্যুতে মনমরা মিমি Actress Mimi Chakraborty shares picture of her pet dog Chiku who died fighting with cancer Mimi Chakraborty's Pet Dog: ক্যান্সারের বিরুদ্ধে লড়াই শেষ, চিকুর মৃত্যুতে মনমরা মিমি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/17/f096ad06876160525fd49e45897f39ea_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: মনখারাপ থেকে শুরু করে পুজোর আনন্দ, লকডাউনে খেলার সঙ্গী। নায়িকার সময় নাকি ভালো কাটে তাদেরই জন্য। কিন্তু দীর্ঘদিনের সেই বন্ধুত্বে ছেদ টানল ক্যানসার। মারা গেল মিমি চক্রবর্তীর পোষ্য চিকু। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আবেগপ্রবণ অভিনেত্রী মিমি চক্রবর্তী।
সদ্যই ক্যানসারে আক্রান্ত হয়েছিল চিকু। সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে সাহায্য চেয়েছিলেন মিমি। এসেছিল সাহায্যও। অনেকেই মিমির পোস্টে সন্ধান দিয়েছিলেন বিভিন্ন চিকিৎসার। প্রতিকৃয়া জানিয়েছিলেন অভিনেতা রাজ চক্রবর্তী সহ অনেকেই। চিকুর চিকিৎসার জন্য চেন্নাইও পাড়ি দিয়েছিলেন মিমি। সেখান থেকে চিকিৎসা করিয়ে ফিরিয়েও এনেছিলেন চিকুকে। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, সুস্থ হয়ে উঠছে চিকু।
চিকু ছাড়াও মিমির আরেক পোষ্য রয়েছে। নাম ম্যাক্স। সেও মিমির সর্বক্ষণের সঙ্গী। চিকুর খবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমি লিখেছিলেন, 'আমার ৮ বছরের বড় ছেলে ক্যানসারে আক্রান্ত। ওর শরীরে আস্তে আস্তে ক্যানসার ছড়িয়ে পড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন কোনও অস্ত্রোপচার করা সম্ভব নয়।' মিমির এই পোস্টে উপচে পড়েছিল প্রার্থনা, মনখারাপ। টলিউডের প্রায় সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা লেখেন, 'চিকু যেন সুস্থ হয়ে ওঠে।' অনেকে আবার প্রথমটা বিশ্বাসই করতে পারেননি খারাপ খবরটা। আশঙ্কা সত্যি করেই সব ছেড়ে চলে গেল চিকু।
আজ দুটি ছবি পোস্ট করেছেন মিমি। একটি চিকুর ছবি। অন্যটি চিকুকে কবর দেওয়ার। সেইসঙ্গে মিমি লিখেছেন, আমার হৃদয়ের একটা অংশ তুমি নিজের সঙ্গে করে নিয়ে গেলে। সমস্ত কষ্ট শেষ। এবার তুমি বিশ্রাম নাও। মা তোমাকে ভালোবাসে।'
কিছুদিন আগেই জন্মদিন গিয়েছে মিমির অপর পোষ্য ম্যাক্সের। সেই উপলক্ষ্যেই আদরমাখা ভিডিও পোস্ট করেছিলেন সাংসদ। লকডাউনে গৃহবন্দী হয়ে বেশিরভাগ সময়ই এদের সঙ্গে কাটিয়েছিলেন মিমি। সোশ্যাল মিডিয়ায় হামেশাই দেখা যায় পোষ্যদের সঙ্গে খেলায় মত্ত মিমি। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, হাজির জন্মদিনের কেক। নতুন পোশাকে তৈরি বার্থডে বয়ও। তাকে জড়িয়ে ধরে, আদর করে কেক খাইয়ে দিচ্ছেন মিমি চক্রবর্তী। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন খোদ সাংসদ। ক্যাপশানে লিখেছিলেন, 'শুভ চতুর্থ জন্মদিন আমার সানসাইন। মা তোমাকে ভালোবাসে।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)