Mouni Roy: ৯ দিন পর হাসপাতাল থেকে ছুটি, 'ধীরে ধীরে সুস্থ হচ্ছি', ইনস্টাগ্রামে স্বাস্থ্যের আপডেট দিলেন মৌনি রায়
Mouni Roy Health Update: শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একগুচ্ছ ছবি পোস্ট করেন অভিনেত্রী মৌনি রায়। সেখানে বরের সঙ্গেও পোজ দিয়েছেন তিনি। রয়েছে হাসপাতালে তোলা ছবিও।
![Mouni Roy: ৯ দিন পর হাসপাতাল থেকে ছুটি, 'ধীরে ধীরে সুস্থ হচ্ছি', ইনস্টাগ্রামে স্বাস্থ্যের আপডেট দিলেন মৌনি রায় Actress Mouni Roy Discharged From Hospital After 9 Days Shares Thank You Note For Husband and Friends Mouni Roy: ৯ দিন পর হাসপাতাল থেকে ছুটি, 'ধীরে ধীরে সুস্থ হচ্ছি', ইনস্টাগ্রামে স্বাস্থ্যের আপডেট দিলেন মৌনি রায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/22/a8aaad59d83b49d1e41f0c98a56438c81690038972074229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় (Social Media) বেশ সক্রিয় অভিনেত্রী মৌনি রায় (Mouni Roy)। আজ তিনি নিজের হ্যান্ডলে পোস্ট করলেন নিজের স্বাস্থ্য সম্পর্কে। পোস্ট থেকে জানা গেল 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) অভিনেত্রী ভর্তি ছিলেন হাসপাতালে টানা ৯ দিন। আপাতত তিনি ফিরেছেন বাড়ি। ইনস্টাগ্রামে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মৌনি রায়
শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একগুচ্ছ ছবি পোস্ট করেন অভিনেত্রী মৌনি রায়। সেখানে বরের সঙ্গেও পোজ দিয়েছেন তিনি। আবার কিছু ছবিতে দেখা গেল তাঁর হাতে চ্যানেল করে ড্রিপ লাগানো রয়েছে।
শনিবার নিজের ইনস্টা পোস্টে অভিনেত্রী লেখেন, '৯ দিন হাসপাতালে এবং আমি যা ধারণা ছিল তার চেয়েও গভীর নীরবতায় অভিভূত। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি বাড়ি ফিরে এসেছি এবং ধীরে ধীরে কিন্তু খুব ভালভাবে সুস্থ হচ্ছি। সবকিছুর ওপরে সুস্থ ও আনন্দময় জীবন।' পোস্টে অভিনেত্রী নিজের বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন যাঁরা এই দুঃসময়ে তাঁর পাশে থেকেছেন, তাঁর সেবা করেছেন। স্বামী সূরজ নাম্বিয়ারকেও বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন, 'আমার প্রিয় বন্ধুদের অনেক ধন্যবাদ যাঁরা নিজেদের মূল্যবান সময় আমার সেবা করতে ব্যয় করেছে, আমাকে শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছে। আমি তোমাদের ভালবাসি।' এরপর সূরজ নাম্বিয়ারকে ট্যাগ করে লেখেন, 'তোমার মতো আর কেউ নেই।... আমি চিরকৃতজ্ঞ। ওঁ নমঃ শিবায়।'
View this post on Instagram
মৌনি রায় এই পোস্ট করার সঙ্গে সঙ্গে তাঁর সহকর্মীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট করেন। দিশা পরমার, নিয়া শর্মা, সোফি চৌধুরি থেকে দিশা পাটনি, কমেন্ট করেন অনেকেই।
অভিনেত্রী যে সকল ছবি শেয়ার করেন সেখানে দেখা যাচ্ছে হাসপাতাল থেকে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। কখনও লুডো খেলছেন তো কখনও চারপেয়ে পোষ্যের সঙ্গে সময় কাটাচ্ছেন।
কাজের ক্ষেত্রে মৌনি রায়কে শেষ দেখা যায় অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। বেশ প্রশংসিত হয় তাঁর অভিনয়। ছবিতে রণবীর কপূর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চনের সঙ্গে মুখ্য নেতিবাচক চরিত্রে দেখা যায় তাঁকে। মৌনির হাতে আরও বেশ কিছু কাজ রয়েছে তবে বিশেষ কিছু সেই নিয়ে প্রকাশ করেননি অভিনেত্রী এখনও।
উল্লেখ্য মুম্বইয়ে সম্প্রতি নিজের রেস্তোরাঁ খুলেছেন অভিনেত্রী, নাম 'বদমাশ'। রেস্তোরাঁর লঞ্চে হাজির হয়েছিলেন ইন্ডাস্ট্রির একাধিক তাবড় তারকা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)