'Kasme Vaade': ১৯৭৮ সালের 'কসমে ওয়াদে' ছবির পোস্টার শেয়ার করে নস্ট্যালজিক নীতু কপূর
'Kasme Vaade' Poster: অভিনেত্রীর শেয়ার করা ছবিতে তাঁর ১৯৭৮ সালে মুক্তি পাওয়া 'কসমে ওয়াদে' ছবির পোস্টার দেখা যায় দিল্লির চাঁদনি চক সিনেমা হলের বাইরে। ৪৪ বছর পুরনো এই ছবি ব্লক বাস্টার হিট হয়।

নয়াদিল্লি: স্মৃতির সরণি বেয়ে ভ্রমণ (down the memory lane) করলেন বর্ষীয়াণ অভিনেত্রী নীতু কপূর (Neetu Kapoor)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন 'কসমে ওয়াদে' (Kasme Vaade) ছবির সাদাকালো পোস্টার। খানিক নস্টালজিয়ায় ভাসলেন অভিনেত্রী।
নস্টালজিক নীতু
সম্প্রতি মুক্তি পেয়েছে 'যুগ যুগ জিও' (Jugg Jug Jeeyo)। সেখানে অনিল কপূরের বিপরীতে অভিনয় করেন নীতু কপূর। তবে এখনও তাঁর মন পড়ে পুরনো দিনে।
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি থ্রোব্যাক ছবি পোস্ট করেন নীতু কপূর। ক্যাপশনে লেখেন, '১৯৭৮ চাঁদনি চক কসমে ওয়াদে।'
View this post on Instagram
অভিনেত্রীর শেয়ার করা ছবিতে তাঁর ১৯৭৮ সালে মুক্তি পাওয়া 'কসমে ওয়াদে' ছবির পোস্টার দেখা যায় দিল্লির চাঁদনি চক সিনেমা হলের বাইরে। ৪৪ বছর পুরনো এই ছবি ব্লক বাস্টার হিট হয়। ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, রাখী, রণধীর কপূর ও আমজাদ খান।
আরও পড়ুন: Vishnu-Jwala: রণবীরকে অনুকরণ! সাহসী ফটোশ্যুট করে ভাইরাল ব্যাডমিন্টন তারকার অভিনেতা স্বামী
এই থ্রিলার ঘরানার ছবিতে নীতু কপূরের সংক্ষিপ্ত একটি চরিত্র ছিল। রণধীরের বাগদত্তার চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। রমেশ বহেল পরিচালিত এই ছবি পরে তামিল, তেলুগু ও সিংহলী ভাষায় তৈরি করা হয়।






















