![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Vishnu-Jwala: রণবীরকে অনুকরণ! সাহসী ফটোশ্যুট করে ভাইরাল ব্যাডমিন্টন তারকার অভিনেতা স্বামী
Jwala Gutta News: ঝড় তুলেছিলেন অভিনেতা রণবীর সিংহ। সদ্য একটি ম্যাগাজিনের জন্য নগ্ন হয়ে ফটোশ্যুট করেছিলেন। এবার যেন তাঁকেই অনুসরণ করলেন বিষ্ণু বিশাল। তামিল অভিনেতা নগ্ন হয়ে ছবি তুললেন।
![Vishnu-Jwala: রণবীরকে অনুকরণ! সাহসী ফটোশ্যুট করে ভাইরাল ব্যাডমিন্টন তারকার অভিনেতা স্বামী Vishnu Vishal almost joins Ranveer Singh's naked photo shoot trend, wife Jwala Gutta turns photographer Vishnu-Jwala: রণবীরকে অনুকরণ! সাহসী ফটোশ্যুট করে ভাইরাল ব্যাডমিন্টন তারকার অভিনেতা স্বামী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/23/bdf3947db09b9425a7eb4d88ad4942cd1658581529_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ঝড় তুলেছিলেন অভিনেতা রণবীর সিংহ (Ranveer Singh)। বলিউডের অন্যতম শীর্ষস্থানীয় অভিনেতার কয়েকটা ছবি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। সদ্য একটি ম্যাগাজিনের জন্য নগ্ন হয়ে ফটোশ্যুট করেছিলেন রণবীর। এবার যেন তাঁকেই অনুসরণ করলেন বিষ্ণু বিশাল (Vishnu Vishal)। তামিল অভিনেতা নগ্ন হয়ে ছবি তুললেন। পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। আর ক্যামেরার পিছনে রইলেন বিষ্ণুর স্ত্রী। যিনি নিজেও একজন সেলিব্রিটি। ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা (Jwala Gutta)।
বিষ্ণু ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, 'স্রোতে গা ভাসালাম। এবং অবশ্যই যখন ফটোগ্রাফার আমার স্ত্রী জ্বালা গুট্টা'। জ্বালা নিজেও বহুবার সাহসী ফটোশ্যুট করেছেন। ব্যাডমিন্টন তারকা লেন্সবন্দি করলেন স্বামীর প্রায় নগ্ন ছবি।
রণবীরের ছবির উত্তাপ ছুঁয়ে গিয়েছে সামাজিক মাধ্যম থেকে শুরু করে টলিউড-বলিউড সবাইকে। তবে সোশ্যাল মিডিয়ায় রণবীরের এ ছবি শেয়ার করে নগ্নতার বিষয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন মিমি চক্রবর্তী। শুক্রবার প্রায় মধ্যরাতে রণবীরের ছবি প্রকাশ্যে আসার পরেই তা ইনস্টাগ্রাম স্টেটাসে শেয়ার করেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। রণবীরের নগ্ন ছবি শেয়ার করে মিমি লিখেছেন, 'এই ছবিটি ইন্টারনেটে প্রকাশ্যে আসার পরে আগুন ইমোজিতে ভেঙে পড়ছে কমেন্টবক্স। আমি ভাবছি, মানুষের প্রতিক্রিয়া কি একই রকম থাকত যদি রণবীর ছেলের বদলে একজন মেয়ে হতেন? তখনও কি তিনি ঠিক এতটাই প্রশংসা পেতেন নাকি সোশ্যাল মিডিয়া ভরে উঠত অপমানজনক কথায়, আর কুমন্তব্যে? আমরা সমতার কথা বলি, নারী-পুরুষ সমানাধিকারের কথা বলি.. কিন্তু সে সব কোথায়!'
প্রকাশ পাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল রণবীরের ছবি। কেবল ফটোশ্যুট নয়, এভাবেই সাংবাদিকদের সামনে সাক্ষাৎকারও দিয়েছেন রণবীর।
চিরকালই নিজের পোশাক নিয়ে চর্চায় থাকেন রণবীর। তাঁর ফ্যাশন সেন্স কখনও যেমন মুগ্ধ করে অনুরাগীদের, কখনও আবার কটাক্ষেরও শিকার হন তিনি। তবে সেইসব নিয়ে থোড়াই কেয়ার বলিউডের বাজিরাও। অনায়াসেই তিনি পরে ফেলেন স্কার্ট থেকে শুরু করে একাধিক প্রথাভাঙা পোশাক। শুরু পরাই নয়, সেইসব পোশাক অনায়াসে সামলে ফেলেন রণবীর। তবে এই প্রথম ক্যামেরার সামনে নগ্ন হলেন তিনি।
আরও পড়ুন: এক ফ্রেমে দুই কিংবদন্তি, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)