Promita-Rudrajit: জন্মদিনে বুর্জ খলিফায় প্রমিতা, তাঁর জন্য কী পরিকল্পনা করলেন রুদ্রজিৎ?
Promita Chakraborty Birthday: কেমন করে জন্মদিনটা কাটাচ্ছেন প্রমিতা? জন্মদিনের রাতে রুদ্রজিতের সঙ্গে বুর্জ খলিফায় গিয়েছিলেন অভিনেত্রী
কলকাতা: একসময় তাঁরা ছিলেন পর্দার জনপ্রিয় জুটি। সেই একসঙ্গে কাজ থেকেই শুরু প্রেম-তারপরে আইনি বিয়ে। তবে বর্তমানে বেশ অনেকদিনই পর্দা থেকে দূরে রয়েছেন অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী (Promita Chakraborty) ও রুদ্রজিৎ মুখোপাধ্যায় (Rudrajit Mukherjee)। এখন তিনি ব্যস্ত নিজেদের ইউটিউব চ্যানেল ও ভ্লগিং নিয়ে। আর আজ, প্রমিতার জন্মদিন। সেই উপলক্ষ্যে, যুগলে দুবাই পাড়ি দিলেন অভিনেতা-অভিনেত্রী।
কেমন করে জন্মদিনটা কাটাচ্ছেন প্রমিতা? জন্মদিনের রাতে রুদ্রজিতের সঙ্গে বুর্জ খলিফায় (Burj Khalifa) -তে গিয়েছিলেন অভিনেত্রী। আর বিখ্যাত সেই বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে, 'বার্থ ডে গার্ল' লেখা শ্যাশ পরে ছবি তুলেছেন তিনি। কখনও তিনি রুদ্রজিতের বাহুলগ্না আবার একাই উচ্ছ্বসিত হয়ে ছবি তুলেছেন। এরপরে সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন প্রমিতা। সেখানে দেখা যাচ্ছে, হালকা বেগুনি পোশাকে সেজেছেন প্রমিতা। দুবাইয়ের একটি ফুলের বাগানে ছবি-ভিডিও তুলেছেন তাঁরা।
বর্তমানে ছোটপর্দায় অভিনয় করছেন না রুদ্রজিৎ বা প্রমিতা কেউই। তাঁদের নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন তাঁরা। লাইফস্টাইল থেকে শুরু করে ট্রাভেল.. এই সবই মূলত থাকে তাঁদের ভ্লগে। সদ্য বিমানবন্দর থেকেও ছবি শেয়ার করে নিয়েছিলেন তাঁরা। রুদ্রজিৎ ও প্রমিতার চ্যানেলের ফলোয়ার্সও রয়েছে যথেষ্টই। তবে ছোটপর্দায় ফিরতে চান দুজনেই। তবে সঠিক সময় ও সুযোগের অপেক্ষায় রয়েছেন তাঁরা।
ধারাবাহিক 'সাত ভাই চম্পা' (Saat Bhai Champa) থেকে শুরু হয়েছিল তাঁদের প্রেম। এই ধারাবাহিকে নায়ক-নায়িকার ভূমিকায় কাজ করতেন রুদ্রজিৎ ও প্রমিতা। সেখান থেকেই তাঁদের আলাপ ও পরবর্তীকালে প্রেম। এরপরে আইনি বিয়ে সারেন প্রমিতা ও রুদ্রজিৎ। বর্তমানে এক ছাদের তলাতেই থাকেন রুদ্রজিৎ ও প্রমিতা। তবে তাঁদের সামাজিক বিয়ে এখনও সারা হয়নি। বিভিন্ন পারিবারিক ব্যস্ততা সামলে সাত পাকে বাঁধা পড়ার পরিকল্পনা রয়েছে রুদ্রজিৎ ও প্রমিতার।
View this post on Instagram
আরও পড়ুন: Jeetu-Nabanita: আইনি বিচ্ছেদও হয়ে গিয়েছে, তবু নবনীতার প্রোফাইলে জিতুর সঙ্গে কাটানো মধুর স্মৃতি!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।