Rani Mukherjee Birthday: জন্মদিনে নতুন ছবির নাম ঘোষণা রানির
মানুষ একটা, জন্মদিন ২টো। ৪৩ বছরে পা দিলেন রানি মুখোপাধ্যায়। অন্যদিকে জন্মদিনের দিনই অভিনয় জগতে তাঁর ২৫ বছর পূর্তি। সুতরাং, জোড়া উদযাপন। বিশেষ দিনে হঠাৎ ইনস্টাগ্রাম লাইভে এসে অনুরাগীদের সুখবর দিলেন রানি!
![Rani Mukherjee Birthday: জন্মদিনে নতুন ছবির নাম ঘোষণা রানির Actress Rani Mukherjee reveled her new film's name on her birthday Rani Mukherjee Birthday: জন্মদিনে নতুন ছবির নাম ঘোষণা রানির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/21/d27704463fa94c2cad8af2527fbb3c16_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: মানুষ একটা, জন্মদিন ২টো। ৪৩ বছরে পা দিলেন রানি মুখোপাধ্যায়। অন্যদিকে জন্মদিনের দিনই অভিনয় জগতে তাঁর ২৫ বছর পূর্তি। সুতরাং, জোড়া উদযাপন। বিশেষ দিনে হঠাৎ ইনস্টাগ্রাম লাইভে এসে অনুরাগীদের সুখবর দিলেন রানি!
জন্মদিনে নিজের নতুন ছবির নাম ঘোষণা করলেন রানি মুখোপাধ্যায়। ২১ মার্চ, আজ তিনি জানান, তাঁর নতুন ছবির নাম ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে।‘ সূত্রের খবর, ছবিটি একটি থ্রিলার ড্রামা। রানির নতুন ছবিটি পরিচালনা করছেন অসীমা ছিব্বর। রানি ছাড়াও ছবিতে দেখা যাবে, নীখিল আডবাণী, মধু ভোজওয়ানী, ও মণীষা আডবাণীকে। ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে‘ ছবির মূখ্য ভূমিকায় রয়েছেন রানি মুখোপাধ্যায়। একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে নতুন এই ছবি।
নতুন ছবির কথা বলতে গিয়ে, রানি উল্লেখ করেছেন, নতুন ছবি ঘোষণা করে জন্মদিন উদযাপন করা এবং ইন্ডাস্ট্রিতে ২৫ বছর চিহ্নিত করার চেয়ে ভাল আর কিছু হতে পারে না।
তিনি বলেন, ‘সিনেমায় আমার ২৫ বছর। নতুন ছবি মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে আমার কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হয়ে থাকবে। আমি আমার কেরিয়ার শুরু করেছিলাম রাজা কি আয়েগি বারাত ছবিতে। এটি ছিল একটি নারীকেন্দ্রিক চলচ্চিত্র। কাকতালীয়ভাবে আমার ২৫ তম বছরে, এমন একটি চলচ্চিত্রের ঘোষণা করছি। এই ছবির গল্প আবর্তিত হয়েছে প্রতিকূলতার বিরুদ্ধে এক নারীর লড়াইয়ের গল্প নিয়ে।’
এর আগে ‘হিচকি’, ‘মর্দানি ২’ ছবিতে অনবদ্য পারফরমেন্সে দর্শকদের মন জয় করেছেন রানী। মাত্র ১৬ বছর বয়সে ইন্ডাস্টিতে পা রাখেন রানি। বাংলা ছবি ‘বিয়ের ফুল’-এ অভিনয় করেছিলেন তিনি। সেই ছবিতে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। বিবাহ পরবর্তী সময়ে কিছুদিন রূপোলি পর্দা থেকে দূরে ছিলেন রানি। কিন্তু হিচকি ছবিটির হাত ধরেই কামব্যাক হয় রানির।
আজ তাঁর ৪৩তম জন্মদিন। আগামীদিনে ‘বান্টি ওউর বাবলি ২’ ছবিতে অভিনয় করবেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)