Shruti Das on RG Kar Case: 'এখানে দানব থাকে, ঘুম হচ্ছে না?' আরজি কর নির্যাতিতাকে নিয়ে বিষন্ন মনে কলম ধরলেন শ্রুতি
Shruti Das on RG Kar Issue: কেবল শ্রুতি কেন, টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরাই সরব হয়েছেন আরজি করের মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায়
কলকাতা: আরজি কর কাণ্ডের ফলে তোলপাড় গোটা দেশ, আঁচ পড়েছে বিদেশেও। সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পীরাও প্রতিবাদে মুখর হয়েছেন, পথে নেমেছেন বারে বারেই। আর এবার, যেন সেই নির্যাতিতার ব্যথাই ফিরে এল শ্রুতির কলমে। সূতের খবর অনুযায়ী, আরজি করের নির্যাতিতার বিয়ে হওয়ার কথা ছিল নভেম্বর মাসে। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। সেই ব্যথা, সেই কষ্টই ফুটে উঠল অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)-এর কলমে।
অভিনেত্রী লিখছেন, 'যে মেয়েটার নভেম্বরে বিয়ে তার কিন্তু মেহেন্দি আটিস্ট, মেক আপ আর্টিস্ট ঠিক হয়ে গিয়েছিল। তত্ত্বের জিনিস কেন হয়ে গিয়েছিল। ফটোগ্রাফার ঠিক করা হয়ে গিয়েছিল। ব্যাঙ্কোয়েট বুক করা হয়ে গিয়েছিল। একমাত্র মেয়েটা বাবা-মাকে ছেড়ে কীভাবে থাকবে পেশেন্ট দেখার ফাঁকে ফাঁকে হয়তো সেই ভাবনাও চলত। সেই রাতে মাকে ঘুমতে বলেও হয়তো ভেবেছিল, বিয়ের পর সবদিক সামলাতে পারবে তো এভাবেই? বেনারসিটা হয়তো কেন বাকি ছিল। দিন রাত হয়তো হবু বরের মাথা খেত, নাকে সিঁদুর না পড়লে ভাল ছবি আসবে না বলে। হয়তো হানিমুনের টিকিট কাটা হয়ে গিয়েছিল, পাহাড়ে যাবে নাকি সমুদ্র, নাকি পশু ঘেরা জঙ্গলে। পাগলিটা বোঝেনি এখানে দানব থাকে দানব। এখানে মানুষ মানুষকে ছিঁড়ে খুঁড়ে খায় আর তার স্বপ্নগুলও গিলে নেয়। ঘুম হচ্ছে? আমার হচ্ছে না?'
কেবল শ্রুতি কেন, টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরাই সরব হয়েছেন আরজি করের মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায়। রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন বারে বারে। আজও প্রতিবাদী সভা রয়েছে টলিগঞ্জে, সেখানে সামিল হবেন প্রচুর মানুষেরা। থাকবেন ছোটপর্দার কলাকুশলীরাও। অন্যদিকে আপাতত ছোটপর্দার থেকে দূরে রয়েছেন শ্রুতি। সদ্য ধারাবাহিকের কাজ শেষ হয়েছে তাঁর। অভিনেত্রী অপেক্ষা করছেন নতুন ধারাবাহিকের।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।