Soha Ali Khan: বাড়িতে না জানিয়ে ছেড়েছিলেন চাকরি, সোহা সিনেমা করছে জানতেনই না সেফ-শর্মিলা!
Bengali Entertainment News: সোহা নিজের কেরিয়ারের শুরুর দিকে জোর দিতে চেয়েছিলেন পড়াশোনায়। অভিনয় কেরিয়ার হলেও, সোহার পরিবারে পড়াশোনার পরিবেশ ছিল।
কলকাতা: তিনি তারকাকন্যা। জন্ম থেকেই যেন তাঁর রক্তে অভিনয়। কিন্তু সম্পূর্ণ অন্য রাস্তায় হাঁটতে চেয়েছিলেন অভিনেত্রী সোহা আলি খান (Soha Ali Khan)। মা ও ভাইয়ের মতো অভিনয় করতে চাননি তিনি। পরিবার থেকে মেনেও নিয়েছিলেন সেই কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে, সোহা আলি খান খোলসা করলেন, কীভাবে শুরু হয়েছিল তাঁর কেরিয়ার। প্রথমে চাকরি আর তারপরে পরিবারকে না বলেই সিদ্ধান্ত বদলেছিলেন সোহা!
একটি সাক্ষাৎকারে সম্প্রতি সোহা বলেছেন, তিনি চেয়েছিলেন, মা ও ভাইয়ের মতো অভিনয়ের পথে হাঁটবেন না তিনি। মা শর্মিলা ঠাকুর (Sharmila Thakur) তখন নামকরা অভিনেত্রী। ভাই সেফ আলি খান (Saif Ali Khan)-ও নিজের মতো করেই জায়গা তৈরি করে নিচ্ছেন। তবে সোহা নিজের কেরিয়ারের শুরুর দিকে জোর দিতে চেয়েছিলেন পড়াশোনায়। অভিনয় কেরিয়ার হলেও, সোহার পরিবারে পড়াশোনার পরিবেশ ছিল। পরিবারে আর সবার মতোই সোহা পড়াশোনা শেষ করে প্রথমে দেশে ও তারপরে বিদেশে। এরপরে মুম্বইতেই একটি কর্পোরেট অফিসে চাকরি শুরু করেন সোহা।
তবে এমন একজন নামকরা পরিবারের মেয়ে হয়ে কর্পোরেট অফিসে চাকরির পরিবেশ ঠিক কেমন হবে, তা আদৌ সোহা মানিয়ে নিতে পারবেন কি না তা ভাবাত অভিনেত্রীকে। প্রথম চাকরিতে ২ লাখের প্যাকেজে জয়েন করেন সোহা। মাস গেলে হাতে পেতেন মাত্র ১৭ হাজার টাকা। সেই সময়ে, মুম্বইয়ের মতো জায়গায়, তাঁর পড়াশোনা অনুযায়ী ১৭ হাজার টাকাটা যথেষ্ট বলে মনে হত না তাঁর। আর সেই কারণেই কাউকে কিছু না বলে চাকরি ছেড়ে দেন সোহা।
এরপরে তিনি গোপনে একটি ফিল্মের জন্য চুক্তিবদ্ধ হন। প্রথম ৩ মাস কেউ জানতই না, সোহা আসলে কোনও কর্পোরেট চাকরি নয়, সিনেমার কাজের সঙ্গেই যুক্ত হয়ে গিয়েছে। মা ও দাদার মতোই। ধীরে ধীরে সবটা জানতে পারে সবাই। তবে সোহার এই সিদ্ধান্ত বদলে আপত্তি জানায়নি তাঁর পরিবার। বরং পাশেই ছিল তাঁর। অল্প হলেও সোহা একাধিক নামকরা ছবিতে অভিনয় করেছেন। পেয়েছেন পুরস্কারও। তাঁর অভিনয় মনে দাগ কেটে যায় অনুরাগীদের।
আরও পড়ুন: Aishwarya Rai Bachchan: হাতে গুরুতর চোট, তাই নিয়েই কানের রেড কার্পেটের উদ্দেশে পাড়ি দিলেন ঐশ্বর্য্য
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।