এক্সপ্লোর
তাঁকে অশ্লীল ফোনকল করা হচ্ছে, পুলিশে অভিযোগ করলেন সোনু ওয়ালিয়া

মুম্বই: সোনু ওয়ালিয়াকে মনে আছে? সেই যিনি কবীর বেদীর সঙ্গে হাত মিলিয়ে ‘খুন ভরি মাঙ্গ’-এ রেখার জীবন অতিষ্ঠ করে তুলেছিলেন? ওই ছবির জন্য ফিল্মফেয়ারও পান তিনি। এক সময়ের মিস ইন্ডিয়া সোনু অভিযোগ করেছেন, তাঁকে ফোন করে যৌন নিগ্রহ করছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এ নিয়ে মুম্বই পুলিশে অভিযোগ করেছেন তিনি। ৫৩ বছরের সোনুর অভিযোগ, ১ সপ্তাহ ধরে ওই ব্যক্তি ক্রমাগত ফোনে অশ্লীল ভাষা বলে ও ভিডিও পাঠিয়ে উত্যক্ত করছে তাঁকে। তিনি ওই ব্যক্তিকে এ সব বন্ধ করতে বলায় ভিন্ন ভিন্ন নম্বর থেকে ক্রমাগত ফোন করে চলেছে সে। ৮০-র দশকের অভিনেত্রী সোনু ছবিতে মূল সাহসী চরিত্রে অভিনয় করতেন। ‘খুন ভরি মাঙ্গ’-ই তাঁর সবথেকে বিখ্যাত ছবি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















