Happy Birthday Swastika: 'ফর্টি টু অ্যান্ড ফ্যাবুলাস', জন্মদিনে বিশেষ পোস্ট অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের
Swastika Mukherjee: অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া ভরেছে সহকর্মীদের শুভেচ্ছাবার্তায়।
কলকাতা: খাতায় কলমে ৪২- পা রাখলেন, কিন্তু অনুরাগীদের কাছে তিনি চিরসবুজ। নিজের শর্তে বাঁচেন, তোয়াক্কা করেন না সমালোচনার, প্রয়োজনে জানেন যোগ্য জবাব দিতেও। আর নিজের জন্মদিনেও (birthday post) তেমনই বোল্ড পোস্ট করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। কী পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়?
নিজের জন্মদিনে সোশ্যাল পোস্ট স্বস্তিকার
১৩ ডিসেম্বর, স্বস্তিকা মুখোপাধ্যায়ের জন্মদিন। কিছু বোল্ড ছবির কোলাজে রিল তৈরি করে পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশন নজরকাড়া। লিখেছেন, 'আমাদের ক্রমাগত শক্তিশালী ও স্বাধীন বলতে থাকা তকমাগুলি নিয়ে ক্লান্ত হই না? আমি হই এবং সেই কারণে এখন থেকে নিজের তকমা নিজেই তৈরি করছি। সাহসী, দক্ষ, অসাধারণ। এটাই আমরা!' সেই সঙ্গে ক্যাপশনের শেষে লেখেন, 'বি. দ্র. কারণ, এই একটা জীবন যথেষ্ট নয়!' হ্যাশট্যাগে লেখেন, 'ফর্টি টু অ্যান্ড ফ্যাবুলাস'।
View this post on Instagram
অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া ভরেছে সহকর্মীদের শুভেচ্ছাবার্তায়।
আরও পড়ুন: Pornography Case: পর্নোগ্রাফি মামলায় আগাম জামিন পেলেন রাজ কুন্দ্রা, পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়া
প্রসঙ্গত, বাংলার সঙ্গে সঙ্গে হিন্দিতেও একাধিক কাজ করছেন স্বস্তিকা। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত সিনেমা 'কালা'। এই ছবির হাত ধরে প্রথমবার অভিনয় জগতে পা রাখলেন প্রয়াত ইরফান খানের পুত্র বাবিল খান।