Ushasie Chakraborty: 'আপনার ইংরাজি ভয়ংকর ',নেটিজেনের আক্রমণের যোগ্য় জবাব 'জুন আন্টি'র
উষসী চক্রবর্তী। বাংলা টেলি দুনিয়ায় ইদানীং তিনি পরিচিত 'জুন আন্টি' নামে। এই জুন আন্টিই এবার এলেন খবরের শিরোনামে। কেন?
উষসী চক্রবর্তী বাংলা ধারাবাহিকের অন্য়তম পরিচিত মুখ। ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘বেডরুম’-এর মত বেশ কিছু ছবিতে উসষীর অভিনয় প্রশংসিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করে থাকেন। সম্প্রতি এমনই একটি ঘটনায় খবরের শিরোনামে এলেন তিনি।
এক নেটিজেন ফেসবুকে অভিনেত্রীর ইংরাজী উচ্চারণ নিয়ে তাঁকে কটাক্ষ করেন। তার সেই কটাক্ষেরই মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী।
উষসী চক্রবর্তীকে ফেসবুকে এক নেটিজেন লেখেন, তাঁর ইংরাজি উচ্চারণ ভয়ংকর। তারপরই সেই নেটিজেনকে তার কটাক্ষে যোগ্য় উত্তর দিলেন অভিনেত্রী। ওই নেটিজেনের উদ্দেশে উষসী লেখেন, “হ্যাঁ, ঠিকই বলেছেন। বাংলা মিডিয়ামে পড়েছি তো- সরকারি স্কুলে। ক্লাস সিক্স থেকে ইংরেজি ছিল, তাই বোধহয় উচ্চারণটা তেমন শেখা হয়নি। আসলে বাবার পয়সা ছিল না ইংরেজি স্কুলে ভর্তি করার আর মতাদর্শগতভাবে বিশ্বাস করতেন সন্তানকে বাংলা স্কুলে পড়াবেন, তাই সরকারি স্কুলে পড়িয়েছিলেন। তবে কি জানেন তো, ইংরেজি উচ্চারণের সঙ্গে লেখাপড়ার তেমন সম্পর্ক নেই। তাই আটকায়নি। সেন্ট জেভিয়ার্স থেকে অর্থনীতির স্নাতক হয়েছি। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। যতটুকু ইংরেজি জানি তাতে স্নাতকোত্তরে ফার্স্টক্লাস পেতে অসুবিধে হয়নি। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল করেছি মানবী বিদ্যাচর্চায়। সেখানেও দ্বিতীয় স্থান পেয়েছিলাম। আপাতত পি এইচ উপরোক্ত বিশ্ববিদ্যালয় থেকেই জমা দিয়েছি। আশা করছি, কিছুদিনের মধ্যেই ডক্টরেট পাব। ও হ্য়াঁ, আমার এম ফিল ও পি এইচ ডি দটোই বাংলায় লেখা। এ রাজ্যে এখনও উচ্চশিক্ষা মাতৃভাষায় সম্ভব। আপনার মাতৃভাষার বুৎপত্তি নিশ্চয় ইংরাজির মতই ভাল।”
এই উত্তরের পরই অভিনেত্রীর সমর্র্থনে প্রচুর মানুষ কমেন্ট করেন। ও তাঁর এই সপাট প্রত্য়ুত্তর দেওয়ার স্টাইলকে অনেকেই প্রশংসা করেছেন।
রুপোলি পর্দায় সাফল্য পাওয়ার পাশাপাশি, শিক্ষাগত যোগ্য়তাতেও যে তাঁর প্রোফাইল অন্য় অনেককে পিছনে ফেলে দিতে পারে, সেটাই অভিনেত্রী তাঁর এই পোষ্টের মাধ্য়মে বোঝাতে চেয়েছেন।