Adi Irani: মেয়ের দুধ কেনার টাকা ছিল না, পেট্রোল বাঁচাতে বাসে যাতায়াত করতেন শাহরুখ সলমনের সহ অভিনেতা!
Shah Rukh Khan- Salman Khan: সদ্য নিজের কেরিয়ার নিয়ে, বলিউডে অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন আদি ইরানি। আদি ইরানির দাদাও বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা। অরুণা ইরানি

কলকাতা: নব্বইয়ের দশকে একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খানের (Salman Khan) সঙ্গে। তবে সদ্য একটি সাক্ষাৎকারে তিনি প্রকাশ্যে এনেছেন তাঁর কেরিয়ারের লড়াইয়ের কথা। খ্যাতি পেলেও উপার্জন তেমন হয়নি তাঁর। সেই কথাই সদ্য একটি সাক্ষাৎকারে বলেছেন আদি ইরানি (Adi Irani)। তিনি বলেছেন, তাঁর কেরিয়ারে এমন একটা সময় গিয়েছে যখন তিনি তাঁর সদ্য়জাত মেয়ের জন্য দুধ কিনতে পারতেন না। কিনতে পারতেন না পেট্রোলও।
সদ্য নিজের কেরিয়ার নিয়ে, বলিউডে অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন আদি ইরানি। আদি ইরানির দাদাও বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা। অরুণা ইরানি। তিনি বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করার পরে, আশির দশকে নিদের কেরিয়ার শুরু করেন আদি। তবে তিনি দাদার থেকে কোনওরকম সাহায্য পাননি। তাঁকে তাঁর নিজের রাস্তা নিজেকেই খুঁজে নিতে হয়েছে। আদি তাঁর সাক্ষাৎকারে বলেছেন, ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল 'বাজিগর' ছবিটি। এই ছবিটি বদলে দিয়েছিল শাহরুখ খানের কেরিয়ার। এই ছবিতেই অভিনয় করেছিলেন আদি। তবে এই ছবি খ্যাতি পেলেও, ছবি থেকে তেমন উপার্জন করতে পারেননি তিনি। ১৯৯৫ সালে তাঁর মেয়ে জন্মায়। তখন দুধের দাম ছিল মাত্র ৫ টাকা। কিন্তু মেয়ের জন্য দুধ কিনতে পারতেন না আদি। তিনি কাজের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। নিজের গাড়ি তো ছিল না বটেই.. অভিনেতা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ধার করে নিয়ে যেতেন বন্ধুর স্কুটি। কিন্তু সবসময় সেই স্কুটিতে তেল ভরার পয়সা থাকত না। বেশিরভাগ সময়েই বাসে সফর করতে হত অভিনেতাকে। একদিন তাঁকে বাস স্টপেজে কেউ একজন দেখে ফেলেছিলেন। প্রশ্ন করায় অভিনেতা বলেছিলেন, তিনি একজন বন্ধুর জন্য অপেক্ষা করছেন। বাসে করে ফেরার কথা তিনি বলেননি। সবাই মনে করতেন, তাঁর বাসে চড়ার প্রয়োজন নেই। কিন্তু অভিনেতা বাসেই সফর করতেন।
আদি আরও বলেন, তাঁর বোন তাঁর পরিস্থিতি সম্পর্কে অবগত ছিলেন। তাঁর বোন তাঁকে সাহায্য ও করতে চেয়েছিলেন বহুবার। কিন্তু ভাই হয়ে আদি তাঁর থেকে কখনও কোনও সাহায্য নেননি। দিল, বাজিগর, বাদশা, আম আপকে দিল মে রহতে হ্যায়, ওয়েলকাম-এর মতো ছবিতে অভিনয় করেছেন আদি। তাঁকে শেষবার দেখা গিয়েছিল ইয়ামি গৌতমের ছবি A Thursday-তে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
