![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Adipurush Controversy: মুক্তির আগের দিন ফের বিতর্কে 'আদিপুরুষ', সীতার জন্মস্থান পরিবর্তনের দাবি!
Adipurush Controversy on Sita: সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিতর্কিত মন্তব্য করেছিলেন রামের জন্মভূমি নিয়ে। । তিনি দাবি করেছিলেন, শ্রীরামচন্দ্র ভারতীয় নন, তিনি নেপালি ছিলেন
![Adipurush Controversy: মুক্তির আগের দিন ফের বিতর্কে 'আদিপুরুষ', সীতার জন্মস্থান পরিবর্তনের দাবি! Adipurush Controversy: Nepal Censor Board Objects To Dialogue About Sita's Birthplace in Adipurush, Movie's Release In The Country Uncertain Adipurush Controversy: মুক্তির আগের দিন ফের বিতর্কে 'আদিপুরুষ', সীতার জন্মস্থান পরিবর্তনের দাবি!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/15/6e2ff89416cda363aa268b09f8fa7596168685184434649_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ফের বিতর্কে 'আদিপুরুষ' (Adipurush)। এবার কাঠমাণ্ডু মেট্রোপলিটন সিটির মেয়র বালেন্দ্র শাহ আপত্তি তুললেন ছবিতে দেখানো সীতার জন্মস্থান নিয়ে। শুধু তাই নয়, ট্যুইট করে তিনি দাবি জানালেন, যদি সীতার জন্মস্থান বদল করে সঠিক তথ্য না দেওয়া হয়, তাহলে এই দক্ষিণী ছবি সহ, কোনও ছবিই আর কাঠমাণ্ডুতে চলার অনুমতি পাবে না। এই ভিত্তিতে নেপাল সেন্সর বোর্ড এখনও পর্যন্ত এই ছবির চলার অনুমতি দেয়নি।
আজ ট্যুইটারে কাঠমাণ্ডু মেট্রোপলিটন সিটির মেয়র বালেন্দ্র শাহ লেখেন, 'আদিপুরুষের ব্যবহৃত স্লোগান 'জানকী ভারতের মেয়ে' নেপাল এমনকি ভারতের ক্ষেত্রেও একটি সর্বৈব মিথ্যে কথা। ৩ দিন সময় দেওয়া হল দক্ষিণী ছবিটি থেকে এই স্লোগান সরিয়ে নেওয়ার। তা না হলে এই দক্ষিণী ছবি সহ আগামীতে আর কোনও ছবিই কাঠমাণ্ডুতে চলার অনুমতি পাবে না। সীতা মায়ের জয়।'
दक्षिण भारतीय फिल्म ‘आदिपुरुष’मा समावेश ‘जानकी भारतीय छोरी हुन्’ भन्ने सब्द जबसम्म नेपालमा मात्र नभै भारतमा पनि सच्चिदैन तब सम्म काठमाडौ महानगर पालिका भित्र कुनै पनि हिन्दी फिल्म चल्न दिइने छैन ।
— Balen Shah (@ShahBalen) June 15, 2023
यो सच्याउन ३ दिनको समय दिइएको छ ।
माता सीताको जय होस । pic.twitter.com/4VwEhEgOki
প্রসঙ্গত, ১৬ জুন অর্থাৎ আগামীকাল 'আদিপুরুষ' মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ইতিমধ্যেই দেশের বাইরে শুরু হয়ে গিয়েছে টিকিটের অগ্রিম বুকিং। মিলেছে বিপুল সাড়া। খুব দ্রুত বুক হয়েছে বিদেশে 'আদিপুরুষ' ছবির টিকিট। এদিকে দেশের দর্শকের মধ্যেও বাড়ছে উত্তেজনা। এই আবহেই ১১ জুন থেকে শুরু হয়ে গিয়েছিল দেশে 'আদিপুরুষ' ছবির টিকিটের অগ্রিম বুকিং। সাধারণত যে শুক্রবার ছবির মুক্তির কথা থাকে, সেই বুধবার থেকে অগ্রিম বুকিং শুরু হয়। তবে এই ছবির ক্ষেত্রে, দর্শকের বিপুল চাহিদার কথা মাথায় রেখেই রবিবার থেকেই অনুমতি দিয়ে দেওয়া হয়েছিল টিকিট কাটার। প্রায় পাঁচদিন সময় পাওয়া গিয়েছিল অগ্রিম টিকিট বুক করার।
অন্যদিকে সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিতর্কিত মন্তব্য করেছিলেন রামের জন্মভূমি নিয়ে। । তিনি দাবি করেছিলেন, শ্রীরামচন্দ্র ভারতীয় নন, তিনি নেপালি ছিলেন। তাঁর জন্মভূমি অযোধ্যা আসলে নেপালে রয়েছে, ভারতে নয়। নেপালের সাংস্কৃতিক দখলদারি ঘটেছে, তার ইতিহাস বিকৃত করা হয়েছে। অযোধ্যা মোটেই উত্তর প্রদেশে সরযূ নদীর ধারে নয়, সেটা দক্ষিণ নেপালে, থোড়ি এলাকায়, বাল্মিকী আশ্রমের কাছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)