Adipurush Controversy: 'আদিপুরুষ' নির্মাতাদের আরও সতর্ক থাকা উচিত ছিল, মত রামায়ণ সিরিজের পরিচালক মতি সাগরের
Adipurush: মুক্তি পর থেকেই একের পর এক বিতর্ক শুরু হয়েছে 'আদিপুরুষ' নিয়ে।
কলকাতা: বিশ্বব্য়াপী রমরম করে চলছে পরিচালক ওম রাউতের ছবি 'আদিপুরুষ'। এবার এই ছবি নিয়ে মুখ খুললেন রামায়ণ সিরিজের পরিচালক মতি সাগর। সম্প্রতি এই ছবি নিয়ে বক্তব্য় রাখতে গিয়ে তিনি বলেন, 'আদিপুরুষ'টিম রামায়ণের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিতে সতর্ক থাকতে পারত'।
প্রসঙ্গত, দুর্বল ভিএফএক্স এবং কথোপকথন সংলাপের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হচ্ছে। লেখক মনোজ মুনতাশির শুক্লাও 'লঙ্কা দহন' দৃশ্য়ে ভগবান হনুমানের সংলাপের জন্য সমালোচনার মুখে পড়েছেন।
মতি সাগর যিনি তাঁর বাবা রামানন্দ সাগর এবং ভাই প্রেম সাগরের সাথে ১৯৮৭ সালের শো "রামায়ণ" তে কাজ করেছিলেন। আর সেই সময় দর্শকের মনে জায়গা করে নিয়েছিল এই শো।
আরও পড়ুন...
চেক লেখার সময় এই কাজটি করলে মুহূর্তে ফাঁকা হতে পারে অ্যাকাউন্ট!
মতি সাগর আরও বলেন, ' আধুনিক প্রজন্মের কাছে এই ছবি গ্রহণযোগ্য়তা বাড়িয়ে তুলতে ছবিতে মার্ভেল কমিকসের মত ভিএফএক্স ব্য়বহার করেছেন নির্মাতারা। তবে এই ছবি তৈরির সময় নির্মাতাদের আরও সতর্ক থাকা উচিত ছিল।'
উল্লেখ্য়, ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'আদিপুরুষ' (Adipurush)। সমালোচক ও দর্শক উভয়ের থেকেই মিশ্র প্রতিক্রিয়া (mixed reaction) পেয়েছে প্রভাস (Prabhas), কৃতী শ্যানন (Kriti Sanon) ও সেফ আলি খান (Saif Ali Khan) অভিনীত এই 'আধুনিক রামায়ণ' (Ramayan)। সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে ট্রোল ও মিমে। সমালোচনার সম্মুখীন হয়েছে ছবির সংলাপ ও ভিএফএক্স, রাবণের চরিত্রায়ণ প্রভৃতি। সম্প্রতি, রামানন্দ সাগরের (Ramanand Sagar) ছেলে প্রেম সাগর (Prem Sagar) 'আদিপুরুষ' ছবি সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
হনুমানের 'লঙ্কা দহন'-এর সময়ে ছবিতে যে সংলাপ রয়েছে তা খানিকটা এমন, 'তেল তেরে বাপ কা, কপড়ে তেরে বাপ কা অউর জলেগি ভি তেরে বাপ কি'। এই সংলাপ শুনে হেসে প্রেম সাগরের প্রতিক্রিয়া, 'ওম রাউত একটি মার্ভেল ছবি বানাতে চেষ্টা করেছেন। পাপাজি (রামানন্দ সাগর) রামায়ণ তৈরির সময় কিছু সৃজনশীল স্বাধীনতা নিয়েছিলেন কিন্তু শ্রীরামকে তিনি বুঝেছিলেন। একাধিক ধর্মগ্রন্থ পড়েছিলেন তিনি, তারপর কিছু বদল ঘটিয়েছিলেন, তবে কখনও তথ্য এদিক ওদিক করেননি।'
যখন তাঁকে এটা জানানো হয় যে এই ছবি তৈরি হয়েছে এযুগের যুব সমাজের কথা মাথায় রেখে, প্রেম বলেন, 'তাহলে ওঁদের উচিত ছিল ছবিটি ব্রিচ ক্যান্ডি বা কোলাবাতে দেখানো। বিশ্বজুড়ে মুক্তির প্রয়োজন ছিল না। মানুষের আবেগে আঘাত করা উচিত নয়। কৃত্তিবাসী বা একনাথও রামায়ণ তৈরি করেছিলেন কিন্তু তাঁরা কখনও বিষয় বদলে দেননি। হয়তো রং বা ভাষা বদলান, কিন্তু এখানে তো সব তথ্যই মনে হচ্ছে বদলে দেওয়া হয়েছে।'