আমি পাকিস্তানের সেনার বিরুদ্ধে, আমজনতার নয়: আদনান সামি
পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটেনে জন্ম নেওয়া আদনান সামি আগে কানাডীয় নাগরিক ছিলেন। ২০১৬ সালে তাঁকে ভারতীয় নাগরিকত্ব মঞ্জুর করা হয়।
নয়াদিল্লি: পাকিস্তানের আমজনতাকে ‘অসহায়, বিপথগামী ও হতাশাগ্রস্ত’ বলে উল্লেখ করে গায়ক আদনান সামি জানিয়ে দিলেন, তিনি পাকিস্তান সেনার বিরুদ্ধে, যারা যুদ্ধে উস্কানি দিয়েছে, গণতন্ত্র হত্যা করেছে এবং মানুষের চিন্তাধারাকে বিপথে চালিত করেছে।
সোমবার সামি টুইট করে বলেন, তথ্যের খাতিরে এটা বলে দিতে চাই যে, আমি পাকিস্তানের আমজনতার বিরুদ্ধে নই। যাঁরা আমাকে ভালবাসেন, তাঁদের সকলকেই আমি শ্রদ্ধা করি। সেই দিক দিয়ে আমি পাক নাগরিকদেরও ভালবাসি। আমি সন্ত্রাসবাদ ও পাক সেনার বিরুদ্ধে, যারা তাদের উভয় প্রতিবেশীদের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং গণতন্ত্র ও পাক আমজনতার চিন্তাধারাকে ধ্বংস করেছে।
গায়ককে আগে প্রশ্ন করা হয়েছিল, আপনি পাকিস্তানিদের থেকে এত কুকথা শোনেন। কীকরে তার মোকাবিলা করেন? এর উত্তরে সামি বলেন, ঠিক আছে, এতে সমস্যার কিছু নেই। আমি জানি যে ওরা অসহায়, বিপথগামী ও নিজেদের জীবন নিয়ে হতাশাগ্রস্ত। তাই তারা আমার বিরুদ্ধে বিষোদগার করছে। ওরা জানে, আমি জীবনে এগিয়ে গিয়েছি। আমি ওদের ক্ষমা করেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যাতে তাদের জীবনে উন্নতি ঘটে। ওরা আসলে শিকার। ওদের জন্য আমার ভালবাসা ও আলিঙ্গন। পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটেনে জন্ম নেওয়া আদনান সামি আগে কানাডীয় নাগরিক ছিলেন। ২০১৬ সালে তাঁকে ভারতীয় নাগরিকত্ব মঞ্জুর করা হয়। ‘কভি তো নজর মিলাও’ ও ‘লিফট করা দে’ গানের জন্য বিখ্যাত সামি একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারেন। তিনি বরাবর বলে এসেছেন, ভারতীয়দের থেকে যে ভালবাসা তিনি পেয়েছেন, সেটাই তাঁর কাছে সবকিছু।Just for the record, I’m NOT against d people of Pakistan. I love & respect ALL who love me. Therefore I love d ppl of Pak too. I’m against Terrorism & against d Pak Army which has provoked wars wt both its neighbours & destroyed democracy & the mindset of the ppl of Pak.
— Adnan Sami (@AdnanSamiLive) August 19, 2019