এক্সপ্লোর
‘বেগম জান’-এ পর আরও হিন্দি ছবিতে কাজ করছেন সৃজিত
![‘বেগম জান’-এ পর আরও হিন্দি ছবিতে কাজ করছেন সৃজিত After Begum Jaan Srijit Working On More Hindi Films ‘বেগম জান’-এ পর আরও হিন্দি ছবিতে কাজ করছেন সৃজিত](https://static.abplive.com/abp_images/536759/thumbmail/Srijit-Mukherji-.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ‘বেগম জান’-এর কাজ শেষ। এবার ‘হেমলক সোসাইটি’ আর ‘চতুষ্কোণ’-এর হিন্দি রিমেকে হাত দিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাঁর আশা, সর্বভারতীয় দর্শকের কাছে দুটি ছবিই সমাদৃত হবে।
সৃজিত জানিয়েছেন, ‘হেমলক সোসাইটি’ এর আগে মারাঠিতে নির্মিত হয়েছে। এবার তিনি ছবির হিন্দি চিত্রনাট্য লিখতে ব্যস্ত। একইসঙ্গে ‘চতুষ্কোণ’-এরও হিন্দি রিমেক হবে, তার চিত্রনাট্যেও শিগগিরই হাত দেবেন তিনি।
বাংলা মঞ্চের কালজয়ী অভিনেত্রী নটী বিনোদিনীর জীবন ও সময় নিয়েও হিন্দিতে ছবি করতে ইচ্ছুক তিনি। তাই আপাতত সেই সময় নিয়ে তৈরি তথ্যচিত্র দেখছেন, পাশাপাশি পড়ছেন তথ্যধর্মী লেখা।
মহেশ ও মুকেশ ভট্ট প্রযোজিত বেগম জান সৃজিতের বাংলা ছবি ‘রাজকাহিনী’-র রিমেক। প্রথম থেকেই মুখ্য চরিত্রের জন্য তিনি বিদ্যা বালানের কথা ভেবেছিলেন। সেইমতো হিন্দি-বাংলায় স্ক্রিপ্ট লেখাও শুরু করেন। কিন্তু বিদ্যার পক্ষে তখন তাতে কাজ করা সম্ভব না হওয়ায় স্ক্রিপ্টটি বাংলায় লেখেন তিনি। মুখ্য চরিত্রে নেন ঋতুপর্ণা সেনগুপ্তকে।
এরপর বাংলা ছবিটি দেখে মুকেশ ও মহেশ ভট্ট তাঁকে ছবিটি হিন্দিতে করার প্রস্তাব দেন। হিন্দিতে মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য ফের বিদ্যাকে অনুরোধ করেন তিনি। এবার আর বিদ্যা না বলেননি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)