এক্সপ্লোর
‘হৃত্বিক আমার মেন্টর, ভালবন্ধু’,বলার পরই স্প্যানিশ অভিনেত্রীকে পাল্টা নায়ক, ‘মাই ডিয়ার লেডি, তুমি কে, কেন মিথ্যা বলছ?’

মুম্বই: সম্প্রতি ফের টিনসেল টাউনের অলিগলিতে কান পাতলে কানাঘুষোয় শোনা যাচ্ছিল, পোলিশ-স্প্যানিস অভিনেত্রী অ্যাঞ্জেলা ক্রিসলিনজকির বিষয়ে বিশেষ আগ্রহী হৃত্বিক রোশন। এমনকি বলিউডের এই উঠতি মডেল-অভিনেত্রী হৃত্বিককে তাঁর মেন্টর এবং ভাল বন্ধু হিসেবে ঘোষণা করে একটি দৈনিকে বিশাল সাক্ষাত্কারও দিয়ে ফেলেন। কিন্তু তারপর প্রথম ঝটকাটা আসে। হৃত্বিক তাঁর টুইটারে পাল্টা দাবি করেন, 'মাই ডিয়ার লেডি, আপনি কে, কেনই বা মিথ্যা কথা বলছেন?' এর পাল্টা অবশ্য ওই স্প্যানিশ-পোলিশ অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। সম্প্রতি এক সাক্ষাত্কারে অ্যাঞ্জেলাকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর সঙ্গে অভিনেতার সমীকরণ কেমন? মডেল-অভিনেত্রী জানান, যেকোনও নবাগতার মতো তাঁরও হৃত্বিকের ওপর ক্রাশ ছিল। তাঁর সঙ্গে প্রথম একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন অ্যাঞ্জেলা। এমনকি হৃত্বিককে তাঁর স্প্যানিশ যোগসূত্রের কথা বলায়, অভিনেতা পুরনো ঐতিহ্য, ভ্যালেন্সিয়া, স্পেনের সঙ্গে যুক্ত বিভিন্ন ঐতিহাসিক ঘটনার কথাও তাঁকে বলেন বলে দাবি অভিনেত্রীর। অ্যাঞ্জেলার হৃত্বিকের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করারও কথা ছিল। মডেল-অভিনেত্রী ওই সাক্ষাত্কারে দাবি করেন, তাঁর ধারনা ছিল হৃত্বিক তাঁকে ভুলে গেছেন। কিন্তু অভিনেতা তাঁকে তাঁর বাবার কথা জিজ্ঞেস করেন। তাঁর চোখের মণি নিয়েও মজা করেন নায়ক। এমনকি দক্ষিণের একটি ছবিতে তিনি সুযোগ পাওয়ার পর, ছবির পরিচালক-প্রযোজক সম্পর্কেও বিস্তারিত খোঁজ খবর নেন হৃত্বিক বলে দাবি করেন ওই অভিনেত্রী। এমনকি তাঁর হিন্দি উচ্চারণের উন্নতির জন্যেও বলেন নায়ক। হৃত্বিকের মতো বন্ধুকে নিজের জীবনে পেয়ে তিনি ভীষণই খুশি সেকথাও উল্লেখ করেন অ্যাঞ্জেলা। কিন্তু তারপরই আজ সকালে হৃত্বিক টুইটারে তাঁর প্রতিক্রিয়া জানান
My dear lady, who are you and why are u lying. pic.twitter.com/xydPrKr8nH
— Hrithik Roshan (@iHrithik) April 4, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















