Alia Bhatt: 'আমাকে পছন্দ না হলে আমার ছবি দেখবেন না', 'নেপোটিজম' বিতর্কে সরব আলিয়া ভট্ট
Nepotism Debate: অভিনেত্রীর বক্তব্য, 'আরও একটা কথা, আমি কোথায় জন্ম নেব সেটা কীভাবে আমি নিয়ন্ত্রণ করতে পারি?' তাঁর মতে প্রতিটি শিল্পে স্বজনপোষণ আছে।
![Alia Bhatt: 'আমাকে পছন্দ না হলে আমার ছবি দেখবেন না', 'নেপোটিজম' বিতর্কে সরব আলিয়া ভট্ট After Kareena Kapoor Khan Bollywood star Alia Bhatt Says, 'Don't Like Me, Don't Watch Me' Addressing The Nepotism Debate Alia Bhatt: 'আমাকে পছন্দ না হলে আমার ছবি দেখবেন না', 'নেপোটিজম' বিতর্কে সরব আলিয়া ভট্ট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/23/a28cf599783797095fa31a8c1aea563c1661228885394229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বলিউডের নেপোটিজম (Nepotism) বা স্বজনপোষণ বিতর্ক নতুন নয়। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলছেন 'নেপোটিজম' বিতর্কের শিকার একাধিক তারকা। অভিনেত্রী করিনা কপূর খানের (Kareena Kapoor Khan) পর এবার সরব আলিয়া ভট্ট (Alia Bhatt)। পছন্দ না হলে তাঁর ছবি না দেখার পরামর্শ দিলেন 'গঙ্গুবাঈ' অভিনেত্রী।
'নেপোটিজম' বিতর্কে সরব আলিয়া
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কর্মক্ষেত্রে উন্নতি, নিজের ছবি, সদ্যমুক্তিপ্রাপ্ত 'ডার্লিংস' এবং স্বজনপোষণ বিতর্ক নিয়ে কথা বলেন আলিয়া ভট্ট। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত 'তারকা সন্তান'দের যে ট্রোলের শিকার হতে হয় সেই নিয়ে মন্তব্য করেন অভিনেত্রী। আলিয়ার মতে এই সমস্ত আলোচনা বন্ধ করার একমাত্র উপায় সিনেমায় তাঁর দুর্দান্ত অভিনয়।
আলিয়া ভট্টের কথায়, 'আমি বিশ্বাস করি এই সমস্ত আলোচনা একমাত্র আমার ছবির মাধ্যমে বন্ধ করতে পারি। অর্থাৎ কোনও প্রতিক্রিয়া দেব না, খারাপও লাগবে না। অবশ্যই খারাপ লাগত। কিন্তু আপনি যে কাজের জন্য সম্মানিত এবং ভালবাসা পাচ্ছেন সেই কাজের জন্য খারাপ বোধ করা একটি ছোট মূল্য। আমি গঙ্গুবাইয়ের মতো ছবি উপহার দিয়েছি। তাহলে, শেষ হাসি কে হাসছে? অন্তত, আমার পরের ফ্লপ ছবি আসা পর্যন্ত আমিই হাসছি।'
'আমি মুখের কথা নিজের পিঠ বাঁচাতে পারি না। আর যদি আমাকে পছন্দ নাই হয়, তাহলে দেখবেন না। এই ব্যাপারে আমার তো কিছু করার নেই। মানুষের কিছু বলার থাকতে পারে। আশা করি, আমি আমার সিনেমার দ্বারা প্রমাণ করতে পারব যে জায়গাটা দখল করে আমি আছি আমি তার যোগ্য। আমার মধ্যে সেই নিয়ন্ত্রিত মানুষটা আছে। আমার মধ্যের অন্য় মানুষটা বলে, "এসব কি ভুলভাল জিনিস? কোনও কারণ ছাড়া এগুলো কেন হচ্ছে?" মন্তব্য আলিয়ার।
তিনি আরও বলেন যে, প্রতিটি শিল্পে স্বজনপোষণ আছে এবং নিজের স্থানের সুযোগ নিয়ে প্রিয় মানুষকে চাকরি পাইয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আলিয়ার মতে, যদি কেউ তারপরেও নিজের যোগ্যতা প্রমাণ না করতে পারে তাহলে সে কোম্পানির বোঝা। ঠিক তেমনই ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও ঘটে বলে দাবি আলিয়ার। অভিনেত্রীর বক্তব্য, 'আরও একটা কথা, আমি কোথায় জন্ম নেব সেটা কীভাবে আমি নিয়ন্ত্রণ করতে পারি, ভাই? কাল যদি আমার সন্তান সিনেমা বা অভিনয়ে পা রাখতে চায় তাহলে তাকে তার নিজের যোগ্যতা প্রমাণ করতে কঠিন পরিশ্রম করতে হবে। অর্থাৎ প্রচণ্ড মোটা চামড়া হতে হবে।'
আরও পড়ুন: Pushpa 2: শ্যুটিং শুরুর মুখে 'পুষ্পা টু', কবে ছবি মুক্তি?
'নেপোটিজম' প্রসঙ্গে করিনা কপূর খান
প্রসঙ্গত, ২০২০ সালে নেপোটিজম নিয়ে মুখ খোলেন করিনা কপূর খান। সেই সুরেই সুর মেলালেন আলিয়া। করিনা বলেন, 'দর্শকই আমাদের তারকা তৈরি করেছে, অন্য কেউ নয়। আজ তারাই আমাদের দিকে স্বজনপোষণের আঙুল তুলছেন। আপনি সিনেমা দেখতে যাচ্ছেন তো? যাবেন না। কেউ তো জোর করেননি। আমি বুঝতে পারি না। এই গোটা আলোচনাটাই খুব অদ্ভুত লাগে।'
তবে করিনার এই মন্তব্য তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'লাল সিংহ চড্ডা'র আলোকে খুব নেতিবাচকভাবে ধরা হয়। আমির-করিনার এই ছবি বক্স অফিসেও 'বয়কট' বিতর্কের ফলে বেশ ক্ষতির মুখ দেখেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)