Samantha Prabhu: রশ্মিকার পর মুম্বইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন সামান্থা
Samantha Updates: প্রথমে মুম্বইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন অভিনেত্রী রশ্মিকা মন্দান্না। আর তাঁকে অনুসরণ করে এবার মুম্বইয়ে বাড়ি কিনে ফেললেন সামান্থা প্রভু।
মুম্বই: এক তেলুগু নায়িকা অনুসরণ করলেন আর এক তেলুগু নায়িকাকে। প্রথমে মুম্বইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন অভিনেত্রী রশ্মিকা মন্দান্না (Rashmika Mandanna)। আর তাঁকে অনুসরণ করে এবার মুম্বইয়ে বাড়ি কিনে ফেললেন সামান্থা প্রভু (Samantha Prabhu)।
কত দামে মুম্বইয়ে বাড়ি কিনলেন সামান্থা প্রভু?
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, আরব সাগরের তীরের শহরে মোটা টাকা খরচ করে বাড়ি কিনলেন সামান্থা প্রভু। তিন বেডরুমের বিলাসবহুল বাড়িটি কিনতে তাঁর খবর পড়ল ১৫ কোটি টাকা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সূর্যাস্তের সুন্দর ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তাঁর সেই পোস্টের পর থেকেই নেট দুনিয়ায় গুজব ছড়িয়েছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে যে, সামান্থা যে ছবিটি পোস্ট করেছেন, সেটি কোনও পাঁচতারা হোটেল থেকে নয়। এরপরই শোনা যায়, স্বপ্নের শহরে বিলাসবহুল বাড়ি কিনে ফেলেছেন তিনি। জানা যাচ্ছে, সামান্থা প্রভুর হাতে এই মুহূর্তে একাধিক হিন্দি প্রোজেক্ট রয়েছে। তিনি বলিউডে পাকাপাকিভাবে কাজ করতে চাইছেন। আর সেই কারণেই মুম্বইয়ে বাড়ি কিনে ফেললেন তিনি।
আরও পড়ুন - Nawazuddin Siddiqui: স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি
প্রসঙ্গত, কিছুদিন আগেই নিজের অসুস্থতার কথা সামনে আনেন সামান্থা প্রভু। নিজেই কিছুদিন আগে জানিয়েছেন যে তিনি মায়োসাইটিস নামে রোগে আক্রান্ত। শারীরিক অসুস্থতার কথা দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্রকাশ্যে আনেন। আর ফের একবার নিজের শারীরিক অসুস্থতা নিয়ে কথা বললেন সামান্থা। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ফের দীর্ঘ একটি পোস্ট করেছেন সামান্থা প্রভু। তিনি লিখেছেন, 'আমি আর আগের ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছিলাম যে, কিছুদিন ভালো যায়, কিছুদিন খারাপ যায়। কখনও কখনও আবার কোনও সিদ্ধান্ত নেওয়াও বেশ কঠিন হয়ে পড়ে। কিন্তু যখন পিছন ফিরে দেখি, দেখতে পাই কত কঠিন পরিস্থিতি আমি পেরিয়ে এসেছি। আমি লড়াই করার জন্য সবসময় প্রস্তুত থাকি। একটা বিষয় আজ পরিস্কার করে দিতে চাই। আমি দেখলাম, আমার শারীরিক অবস্থার কথা জানানোর পর নানা জায়গায় এটা বলা হচ্ছে যে, আমি যে রোগে আক্রান্ত তাতে জীবনহানি হতে পারে। আজ এটা পরিস্কার করে দিতে চাই যে, বর্তমানে আমি যে পরিস্থিতিতে রয়েছি, তাতে আমার রোগটা একেবারেই জীবনহানি ঘটানোর মতো নয়। আমি এখনও মারা যাইনি। তাই আমার মনে হয় না, কারও অসুস্থতা সম্পর্কে এমন হেডলাইন তৈরি করা উচিত বলে।'