এক্সপ্লোর
Advertisement
সলমনের পর প্রতিটি কর্মীকে ১৫০০ টাকা করে দিলেন তাঁর মেকআপ আর্টিস্টরাও
তাঁরা শুধু অর্থই দেননি, সংগঠনের হাজারের ওপর সদস্যের খাবারের ব্যবস্থাও করেছেন। তাঁরা বলেছেন, আমরা নিজেদের সংস্থার লোকজনকেই সাহায্য না করলে কে করবে? অ্যাসোসিয়েশন সদস্যদের সাহায্য করার চেষ্টা করছে, আমরাও যা পারছি করছি, করেও যাব।
মুম্বই: বলিউড ইন্ড্রাস্ট্রিতে সলমন খানের সুনাম আছে পরোপকারী বলে। নতুনদের বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার মঞ্চ করে দেন তিনি, আবার ইন্ড্রাস্ট্রির লোকজনের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েন বলেও শোনা যায়। বিশেষ করে নিজের টিমের সদস্যদের ভালমন্দের খবর রাখেন, সবসময় পাশে থাকেনই। তাঁদের কেউ কেউ বলতে গেলে তাঁর ছায়াসঙ্গী। যেমন তাঁর বডিগার্ড শেরা। তবে শেরাই শুধু নন, সলমনের দুই মেক আপ আর্টিস্ট সুদেশ নাগ, রাজেশ নাগও সলমনের অত্যন্ত ঘনিষ্ঠ। ওঁদের একজনের ছেলের বিয়েতে গিয়েছিলেন, নবদম্পতিকে আশীর্বাদও করে এসেছেন সলমন। এবার তাঁর দেখাদেখি নাগ ভাইয়েরাও করোনাভাইরাস সংক্রমণ রোধে চালু হওয়া লকডাউনে সঙ্কটে পড়া কলাকুশলীদের পাশে দাঁড়ালেন। বলিউডে তাঁদের পরিচিতি রাজু ব্রাদার্স নামে।
সলমন বলিউডের প্রতিটি দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করা কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেমন ৩০০০ টাকা দিয়েছেন, তেমনই তাঁরাও কস্টিউম, হেয়ার মেকআপ আর্টিস্ট অ্যান্ড হেয়ার ড্রেসার অ্যাসোসিয়েশনের ১২০ জন সদস্যের প্রত্যেককে ১৫০০ টাকা করে ডোনেশন দিয়েছেন। অ্যাসোসিয়েশনের ৫ হাজারের ওপর সদস্য। রাজু ভাইয়েরা তার সদস্য। তাঁরা শুধু অর্থই দেননি, সংগঠনের হাজারের ওপর সদস্যের খাবারের ব্যবস্থাও করেছেন। তাঁরা বলেছেন, আমরা নিজেদের সংস্থার লোকজনকেই সাহায্য না করলে কে করবে? অ্যাসোসিয়েশন সদস্যদের সাহায্য করার চেষ্টা করছে, আমরাও যা পারছি করছি, করেও যাব।
ঘটনাচক্রে সুদেশ সলমনের সঙ্গে গত ৩০ বছর ধরে কাজ করছেন। সুপারস্টারের একাধিক হিট ছবিতে তাঁর মেকআপ করেছেন। তাঁর ছোট ছেলেও সলমনের মেক আপে তাঁকে সাহায্য করে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বাংলাদেশ
জেলার
জেলার
Advertisement