এক্সপ্লোর
পেশায় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, ৬৮ বছর বয়সে আইন পড়ে ৯০ শতাংশ নম্বর পেলেন এই বলি অভিনেত্রীর মা!
স্বপ্নপূরণের পথে বাধা হয় না বয়স। ফের একবার এই প্রমাণই দিলেন সুরেশ কুমরা। তাঁর আরেক পরিচয়, বলিউড অভিনেত্রী অহনা কুমরার মা। পেশায় তিনি ছিলেন পুলিশ অফিসার। কিন্তু অবসরের পর বেছে নিয়েছেন অন্য রাস্তা। শখপূরণের জন্য পড়াশোনা শুরু করেছেন আইন নিয়ে। উত্তীর্ণ হয়েছেন ৯০ শতাংশ নম্বর নিয়েও। মায়ের গল্প সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন গর্বিত অহনা।

মুম্বই: ঠিক যেন সেই জনপ্রিয় প্রচলিত বিজ্ঞাপনটি। ৫৬ বছর বয়সে পিএইচডি শেষ করেছেন মা। পার্টিতে সেই কথা বলতে গিয়ে আবেগে গলা ভিজে আসছে মেয়ের। স্বপ্নপূরণের পথে বাধা হয় না বয়স। ফের একবার এই প্রমাণই দিলেন সুরেশ কুমরা। তাঁর আরেক পরিচয়, বলিউড অভিনেত্রী অহনা কুমরার মা। পেশায় তিনি ছিলেন পুলিশ অফিসার। কিন্তু অবসরের পর বেছে নিয়েছেন অন্য রাস্তা। শখপূরণের জন্য পড়াশোনা শুরু করেছেন আইন নিয়ে। উত্তীর্ণ হয়েছেন ৯০ শতাংশ নম্বর নিয়েও। মায়ের গল্প সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন গর্বিত অহনা। সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন অহনা। কোনও ছবিতে একা সুরেশ, আবার কোনওটায় পরিবারের সঙ্গে। সেই সঙ্গে লম্বা এক চিঠি। মাকে লেখা বলি নায়িকার মনের কথা। সেখানে লেখা, 'তোমার কখনও নতুন লক্ষ্য স্থির করা বা নতুন করে স্বপ্ন দেখার বয়স পেরিয়ে যায়নি। আজ থেকে ৩৪ বছর আগে লখনউ-এর কাইসার বুর্গ কোতয়ালিতে একজন পুলিশ অফিসার হিসাবে তুমি তোমার যাত্রা শুরু করেছিলে। মুম্বইয়ের সিবিআই অফিসার হিসাবেও কাজ করেছো তুমি। বারাণসীতে ডেপুটি সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্রপতির সম্মানও পেয়েছো। প্রত্যেকের মত তোমার আর বাবারও চাকরী জীবনের অবসর হয়েছে। কিন্তু তোমরা ঠিক করেছিলে, ঘরে বসে টিভি দেখে সময় কাটাবে না। সেইজন্যই তুমি আইন নিয়ে পড়া শুরু করেছিলেন। আর তোমার কঠিন পরিশ্রম তোমায় ৯০ শতাংশ নম্বর এনে দিয়েছে। ৬৮ বছর বয়সে একজন পুলিশ অফিসার থেকে একজন আইনবিদ হওয়া সহজ নয়। আমাদের সবার সব প্রয়োজন মিটিয়ে পড়াশোনা করা তোমার পক্ষে সহজ ছিল না আমি জানি। আমার জীবনে কোনও অনুপ্রেরণার প্রয়োজন নেই, কারণ আমার মা আছে। আমাদের সবার কাছে তুমিই লক্ষ্য। উকিল সাহেব, উজ্জ্বল হয়ে উঠুক তোমার জীবন।' নায়িকার এই খোলা চিঠিতে উঠে এসেছে তাঁর মায়ের জীবনের বিভিন্ন সময়ের কথা। ট্যুইটারে মায়ের অনেকগুলি ছবি পোস্ট করেও শুভেচ্ছা জানিয়েছেন অহনা। সেই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অপর ২ বলি নায়িকা, দিয়া মির্জা ও তাপসী পান্নু।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















