Mushtaq Khan: বলিউড অভিনেতার অপহরণের অভিযোগ দিল্লি-মীরাট হাইওয়েতে, ১২ ঘণ্টা ধরে চলল 'অত্যাচার' !
Mushtaq Khan Kidnapped: কেন অভিনেতাকে অপহরণ করা হয়েছিল তার সঠিক কারণ জানা যায়নি এখনও।
Mushtaq Khan: কমেডিয়ান সুনীল পালের পর বলিউডের অভিনেতা মুস্তাক খান সম্প্রতি জানিয়েছেন সম্প্রতি তাঁকে অপহরণ করা হয়েছিল। একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর অজুহাতে অপহরণ করা হয়েছিল এই অভিনেতাকে। মুস্তাক খানের ব্যবসায়ী অংশীদার শিবম যাদব সম্প্রতি জানিয়েছেন, সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। শিবমের কথায়, গত ২০ নভেম্বর মীরাটের একটি অ্যাওয়ার্ড শো-তে আমন্ত্রণ জানানো হয়েছিল মুস্তাককে। এমনকি আগাম টাকাপয়সাও পাঠানো হয়েছিল তাঁর অ্যাকাউন্টে। প্লেনের টিকিটও পাঠিয়ে দেওয়া হয়েছিল অভিনেতাকে। এরপর দিল্লি পৌঁছনোর পর অভিনেতাকে একটি গাড়িতে বসতে বলা হয়। সেই মতোই গাড়িতে চড়ে বসেন মুস্তাক। আর তারপরই তাঁকে নিয়ে দিল্লির বাইরে বিজনরের কাছে চলে যান ওই চালক।
শিবম আরও অভিযোগ করেছেন যে অপহরণকারীরা প্রায় ১২ ঘণ্টা ধরে অত্যাচার চালিয়েছে মুস্তাক খানের উপর। এক কোটি টাকা মুক্তিপণের দাবিও করে তারা। অভিনেতা এবং তাঁর ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২ লক্ষেরও বেশি টাকা হাতিয়ে নিয়েছে অপহরণকারীরা। এরপর ভোরবেলা আজানের ধ্বনি কানে আসতেই মুস্তাক বুঝতে পারেন আশপাশে কোনও মসজিদ রয়েছে। আশপাশের লোকেদের থেকে সাহায্যের আশায় কোনওমতে অভিনেতা ওই এলাকা ছেড়ে পালিয়ে যান। তারপর স্থানীয় লোকজন এবং পুলিসজের সহায়তায় বাড়ি ফিরে আসেন মুস্তাক খান।
এখনও এই ঘটনায় ধরা পড়েননি কেউ। শিবন জানিয়েছেন, এই গোটা ঘটনায় অত্যন্ত ভয় পেয়েছেন মুস্তাক খানের পরিবার। তবে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পর বিজনোরে গিয়ে একটি এফআইআর দায়ের করেছেন তিনি। যে এলাকায় এমনকি যে বাড়িতে মুস্তাককে রাখা হয়েছিল সেটাও চিনতে পেরেছেন তিনি। খুব দ্রুত পুলিশ অপরাধীদের ধরতে পারবে বলে আশাবাদী তাঁরা।
একই ধরনের ঘটনা ঘটেছিল বলিউডের কমেডিয়ান অভিনেতা সুনীল পালের সঙ্গেও। মুম্বইয়ের বাইরে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় অপহরণ করা হয় সুনীলকেও। প্রাথমিক ভাবে ২০ লক্ষ টাকা মুক্তিপণের দাবি করা হয়। তবে সুনীল সাড়ে সাত লক্ষ টাকা মতো জোগাড় করে দেন অপহরণকারীদের। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়। পর পর দু'টি এ হেন ঘটনায় পুলিশ অনুমান করছে এর পিছনে সম্ভবত কাজ করছে একটি চক্র। কারা রয়েছে এই দুই ঘটনার পিছনে তা বের করতে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।