Tadap Premiere: মুক্তির দ্বিতীয় দিনে ৮.১৭ কোটি টাকার ব্যবসা করল অহন শেট্টির 'তড়প'
Tadap Premiere: ট্যুইট করে তরণ আদর্শ লেখেন, 'দ্বিতীয় দিনে আরও বড় হচ্ছে তড়প। দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাত, পঞ্জাবের মতো রাজ্যে দর্শকসংখ্যা বাড়ছে। তৃতীয় দিনে আরও ব্যবসা হবে বলে আশা করা হচ্ছে।'
নয়াদিল্লি: নবাগত অহন শেট্টি (Debutant Ahan Shetty) ও অভিনেত্রী তারা সুতারিয়ার (Tara Sutaria) ছবি 'তড়প' (Tadap) মুক্তি পেয়েছে সম্প্রতি। মুক্তির দ্বিতীয় দিনে মোট ৮.১৭ কোটি টাকার (Rs 8.17 crore) ব্যবসা করল ছবিটি।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Trade analyst Taran Adarsh) প্রথমে জানান শুক্রবার মুক্তির পর ৪.০৫ কোটি টাকার ব্যবসা করে ছবিটি। তিনিই পরদিন জানান শনিবার অর্থাৎ দ্বিতীয় দিনে ছবিটি মোট ৮.১৭ কোটি টাকার ব্য়বসা করেছে। ট্যুইট করে এই খবর দেন তিনি।
ট্যুইট করে তরণ আদর্শ লেখেন, 'দ্বিতীয় দিনে আরও বড় হচ্ছে তড়প। টার্গেট দর্শকেরা সাড়া দিচ্ছেন। দিল্লি (Delhi), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), গুজরাত (Gujarat), পঞ্জাবের (Punjab) মতো রাজ্যে দর্শকসংখ্যা বাড়ছে। তৃতীয় দিনে আরও ব্যবসা হবে বলে আশা করা হচ্ছে।' শুক্রবার ৪.০৫ কোটি টাকা, শনিবার ৪.১২ কোটি টাকার ব্যবসা করে ছবিটি, দুদিনে মোট ৮.১৭ কোটি টাকা।
#Tadap grows on Day 2… Target audience driving its biz... Growth at major centres of #Delhi, #UP, #Gujarat, #Punjab is a plus… More markets should come into play on Day 3… Strong weekend on the cards expected… Fri 4.05 cr, Sat 4.12 cr. Total: ₹ 8.17 cr. #India biz. pic.twitter.com/fOqr0xKyBM
— taran adarsh (@taran_adarsh) December 5, 2021
এই ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করলেন সুনীল শেট্টির (Suniel Shetty) ছেলে অহন শেট্টি (Ahan Shetty)। প্রথম ছবি 'তড়প' (Tadap)। ছোট ভাইকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেন অভিনেত্রী আথিয়া শেট্টি (Athiya Shetty)। ভাইয়ের প্রথম ছবি মুক্তি উদযাপন করতে সোশ্যাল মিডিয়ায় একটি থ্রোব্যাক ছবি পোস্ট করেন তিনি।
আরও পড়ুন: Sara-Ranveer Dance: 'চকা চক' গানে রণবীর সিংহ-সারা আলি খানের 'নাগিন ডান্স' ভাইরাল
তারকা-কন্যা তাঁর ভাইকে শুভেচ্ছা জানান নিজেদের একটা ছোটবেলার ছবি পোস্ট করে। জানান ভাইয়ের পাশে তিনি সবসময় আছেন। পোস্টের ক্যাপশনে লেখেন, 'আমার জন্য, অন্য সবকিছুর আগে, তুমি বড় হয়ে যে মানুষটা তৈরি হয়েছ তার জন্য আমি সর্বদা গর্বিত। ভিতর পর্যন্ত একজন নম্র, সদয়, সৎ এবং অনুগত মানুষ। আমি আশা করি ও প্রার্থনা করি যেন তুমি যেখানেই যাও আলো খুঁজে পাও... তোমার সময় এখন ও সবসময়! ভালবাসা... সর্বদা তোমার পাশে আছি।'